Road Accident: মামার বাড়ি ঘুরতে এসে আর হল না ফেরা, রাস্তায় বেরতেই ট্রাক্টরের চাকায় পিষ্ঠ ৪ বছরের শিশুকন্যা

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jun 17, 2022 | 10:10 PM

Road Accident: মৃত শিশু কন্যার নাম খুশি বসাক (৪)। তার বাড়ি তপন থানার বাসোর এলাকায়।

Road Accident: মামার বাড়ি ঘুরতে এসে আর হল না ফেরা, রাস্তায় বেরতেই ট্রাক্টরের চাকায় পিষ্ঠ ৪ বছরের শিশুকন্যা
ছবি - আর হল না বাড়ি ফেরা

Follow Us

গঙ্গারামপুর: মামার বাড়িতে ঘুরতে এসে ট্রাক্টরের চাকায় পিষ্ঠ হয়ে মৃত্যু হল এক শিশু কন্যার। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার গঙ্গারামপুর থানার নয়াবাজার ফটকপাড়া এলাকায়। ঘটনার পর পুলিশ ট্রাক্টরটি আটক করার পাশাপাশি শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়েছে। কীভাবে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, ট্রাক্টরটির নাগাল পেলেও চালক এখও পলাতক। বেপরোয়া চালোনোর জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান গঙ্গারামপুর থানার পুলিশের। 

জানা গিয়েছে, মৃত শিশু কন্যার নাম খুশি বসাক (৪)। তার বাড়ি তপন থানার বাসোর এলাকায়। দিন তিন চারেক আগে মা-বাবার সঙ্গে নয়াবাজার ফটকপাড়া এলাকায় মামার বাড়িতে ঘুরতে আসে খুশি। শুক্রবার দিদির সাথে টিউশন যাওয়ার পথেই বলি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় অকালে প্রাণ গেল তার। মাথায় চোট লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে চম্পট দেয় চালক। এদিকে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায় ট্রাক্টরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি  ট্রাক্টরটিকে আটক করে শুরু হয় তদন্ত।

এদিকে এলাকাবাসীদের আরও অভিযোগ, নয়াবাজার ফটকপাড়া এলাকায় প্রতিদিনই বাড়ছে বেপরোয়া ট্রাক্টরের দৌরাত্ম্য।  দিনের আলোতেই রমরমিয়ে চলছে বেআইনি বালির ব্যবসা। তাতেই ফুলেফেঁপে উঠছে কিছু অসাধু ব্যবসায়ী। সাধারণ বাসিন্দারা এর প্রতিবাদ করলেই তাদঁরে হুমকির মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ। বেপরোয়া ভাবে ট্রাক্টর চালানোর ফলে এদিন এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাঁদের। চালকের কঠোর শাস্তিরও দাবি তুলেছেন তাঁরা। চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকায়। 

Next Article