৬৩০ শতাংশ বৃদ্ধি! ভয় বাড়াচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি

সুমন মহাপাত্র |

Apr 03, 2021 | 9:18 PM

৩ এপ্রিলের বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ২৬ হাজার ১১৪ জনের।

৬৩০ শতাংশ বৃদ্ধি! ভয় বাড়াচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি
ছবি- পিটিআই

Follow Us

কলকাতা: ৬৩০ শতাংশ বৃদ্ধি। ১৩ মার্চ থেকে ৩ এপ্রিল স্রেফ ২১ দিনে দৈনিক করোনা (COVID) সংক্রমণের রেকর্ড বৃদ্ধি। যা বারবার ভাবাচ্ছে রাজ্যবাসীকে। চিকিৎসক মহলেও চিন্তা বাড়াচ্ছে করোনার এই দ্রুত সংক্রমণ। ১৩ মার্চ রাজ্যে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ছিল ২৭৬। আর ৩ এপ্রিল সেই সংখ্যাটাই ১,৭৩৩। দেশজুড়ে যখন করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তখন রাজ্যে করোনার এই হাইজাম্পও চিন্তার ভাঁজ আরও স্পষ্ট করছে আম আদমীর কপালে।

৩ এপ্রিলের বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ২৬ হাজার ১১৪ জনের। যার মধ্যে করোনার পজিটিভ রিপোর্ট এসেছে ১,৭৩৩ জনের। রাজ্যে ২ এপ্রিল পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৮৯ হাজার ৯২২। ৩ এপ্রিলের বুলেটিন অনুযায়ী, রাজ্যে এখন সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৮ হাজার ৮৪৪।

গ্রাফিক্স- টিভি নাইন বাংলা

রাজ্যের করোনা আক্রান্ত সংখ্যা বাড়ছে তো বটেই বাড়ছে করোনায় মৃত্য়ুর সংখ্যাও। করোনা সংক্রমণের এই বৃদ্ধির কারণে ওয়াকিবহাল মহলের একাংশ অবশ্য দায়ী করছেন রাজনৈতিক মিটিং-মিছিল-প্রচারকে। কারণ ভোটবঙ্গে দেদার চলছে রাজনৈতিক সভা। উত্তর থেকে দক্ষিণ চষে বেড়াচ্ছেন রাজনীতিকরা। একুশের ভোট পাখির চোখ করে রাজ্যে নাগাড়ে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। মিটিং-মিছিলের উপচে পড়া ভিড়ে অনেকের মুখে থাকছে না মাস্ক, শিকেয় উঠছে সামাজিক দূরত্ব। তাই কার্যত অনুকূল পরিস্থিতি পেয়েই নিজের করাল থাবা স্পষ্ট করছে মারণ ভাইরাস। এমনটাই মত বিশেষজ্ঞ মহলের একাংশের।

আরও পড়ুন: ৩ রাত হোটেলে কাটানোর পর ‘তৃতীয় ব্যক্তির’ কথা এল প্রেমিকের কানে, করুণ পরিণতি প্রেমিকার

Next Article