AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Bus: কাশীপুরে ছাত্রকে পিষে মেরেছিল ২৩৪ নম্বর রুটের বাস, কেস ‘হিস্ট্রি’ থেকে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

Kolkata: পরবর্তীতে ঘটনার তদন্তে নেমে পুলিশ দেখে ওই ঘাতক বাসের বিরুদ্ধে পুরোনো ৬৪টি ট্রাফিক মামলা বকেয়া রয়েছে। শুক্রবারের দুর্ঘটনার পর আরও একটি মামলা রুজু হয়েছে। এই নিয়ে মোট ৬৫টি ট্রাফিক মামলা রুজু হয়েছে।

Kolkata Bus: কাশীপুরে ছাত্রকে পিষে মেরেছিল ২৩৪ নম্বর রুটের বাস, কেস 'হিস্ট্রি' থেকে সামনে এল চাঞ্চল্যকর তথ্য
বাসের চাকায় পিষ্ট স্কুল ছাত্রImage Credit: Facebook
| Edited By: | Updated on: Nov 30, 2025 | 10:51 AM
Share

কলকাতা: স্কুল যাওয়ার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক স্কুল পড়ুয়ার। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, ২৩৪ নম্বর রুটের একটি বাস ধাক্কা মারে অরণ্য চক্রবর্তী নামে ওই ছাত্রকে। তারপরই মৃত্যু হয় তাঁর। পরবর্তীতে ঘটনার তদন্তে নেমে পুলিশ দেখে ওই ঘাতক বাসের বিরুদ্ধে পুরোনো ৬৪টি ট্রাফিক মামলা বকেয়া রয়েছে। শুক্রবারের দুর্ঘটনার পর আরও একটি মামলা রুজু হয়েছে। এই নিয়ে মোট ৬৫টি ট্রাফিক মামলা রুজু হল।

কী কী মামলা রয়েছে ঘাতক বাসের বিরুদ্ধে?

পুলিশ সূত্রে খবর, ওই বাসের বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে ট্রাফিক আইন লঙ্ঘনের। এছাড়া ৮টি মামলা রয়েছে অতিরিক্ত গতিতে এবং বেপরোয়া ভাবে বাস চালানোর জন্য। আর ট্রাফিক সিগন্যাল লঙ্ঘনের জন‍্য ১ টি মামলা রুজু হয়েছে। এছাড়া ৪৩টি মামলা রয়েছে অন‍্যান‍্য ট্রাফিক আইন লঙ্ঘনের জন‍্য। পাশাপাশি বিভিন্ন মামলা বাবদ ৩২ হাজার টাকা বকেয়া আছে ওই ঘাতক বাসের।

প্রসঙ্গত, অরণ্য কাশীপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করত। ঘটনার দিন অর্থাৎ শুক্রবার সে বিটি মোড়ের ধারে দাঁড়িয়েছিল। রোজের মতোই সাইকেল চালিয়ে স্কুল যাচ্ছিল সে। প্রসঙ্গত, অরণ্য কাশীপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করত। ঘটনার দিন অর্থাৎ শুক্রবার সে বিটি মোড়ের ধারে দাঁড়িয়েছিল। রোজের মতোই সাইকেল চালিয়ে স্কুল যাচ্ছিল সে। জানা যায়, সেই সময়ই ২৩৪ নম্বর রুটের একটি বাস এসে ধাক্কা মারে। বাসের সামনের দিকে আটকে যায় ছাত্রটির সাইকেল। আর বাসের সামনের বাঁদিকের চাকায় পিষে যায় সে। এই ঘটনায় এখনও পলাতক চালক। তারপরই দেখা যায় বাসটির বিরুদ্ধে গুচ্ছ-গুচ্ছ মামলা আগে থেকেই ছিল। তারপরও নড়েনি টনক।