৩ দিন ধরে নিখোঁজ, বুধবার গমক্ষেত থেকে উদ্ধার রাজমিস্ত্রির দেহ

tista roychowdhury |

Mar 03, 2021 | 10:37 PM

রবিবার মনোমালিন্যের জেরে বাড়ি ছেড়ে বেরিয়ে যান দুলাল। তারপর আর ফিরে আসেননি।

৩ দিন ধরে নিখোঁজ, বুধবার গমক্ষেত থেকে উদ্ধার রাজমিস্ত্রির দেহ

Follow Us

দক্ষিণ দিনাজপুর: তিনদিন ধরে খোঁজ ছিল না। বুধবার সকালে, গম ক্ষেত থেকে উদ্ধার হল নিখোঁজ ব্যক্তির মৃতদেহ (Dead Body)। জানা গিয়েছে বছর পঞ্চাশের ওই ব্যক্তির নাম দুলাল লোহার। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুরের হাজিচকে।

মৃতের পরিবারের তরফে জানা গিয়েছে, মৃতের বাড়ি গঙ্গারামপুরের উদয় গ্রামে। রবিবার মনোমালিন্যের জেরে বাড়ি ছেড়ে বেরিয়ে যান দুলাল। তারপর আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। বুধবার সকালে আচমকা স্থানীয়রা দুলালের দেহ (dead body) গম ক্ষেতে আবিষ্কার করেন।

স্থানীয়রা জানিয়েছেন, পেশায় রাজমিস্ত্রী দুলাল কেন বাড়ি ছেড়ে বেরিয়ে যান তা জানা যায়নি। বুধবার ক্ষেতের মধ্যে দুলালের দেহ দেখতে পেয়েই পুলিশে খবর দেন তাঁরা।

পুলিশ সূত্রে খবর, বুধবার দুলালের দেহ উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদেহটি মর্গে পাঠানো হয়।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই দুলালের মৃত্যু হয়েছে। তবে আদৌ তাঁর হার্ট অ্যাটাক হয়েছিল নাকি কোনও গোপন শত্রুতার জেরে দুলাল খুন হয়েছেন বা আত্মহত্যা করেছেন, এমন কোনও সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। গোটা ঘটনাই খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।

আরও পড়ুন: খুন না আত্মহত্যা? ছাদ থেকে পড়ে মৃত্যু শহরের নামী শিল্পপতির স্ত্রী, তদন্তে লালবাজার

 

Next Article