চাপড়া: রান্নার গ্যাস সিলিন্ডারের বেআইনি ব্যবহার নিয়ে প্রায়শই নানা অভিযোগ শোনা যায় গোটা রাজ্যজুড়েই। এবার অবৈধভাবে অটোতে গ্যাস ভরতে গিতে বড়সড় দুর্ঘটনা ঘটে গেস নদিয়ার (Nadia) চাপড়ায়। বেআইনি ভাবে গ্যাস সিলিন্ডার (gas cylinders) থেকে অটোতে গ্যাস ভরতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন দুই জন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানেই বর্তমানে তাদের চিকিৎসা চলছে। তাদের শরীরের বড় বড় অংশই আগুনের আঁচে মারাত্মক ভাবে ঝলসে গিয়েছে। বুধবার বেলায় এই ঘটনাটি ঘটেছে চাপড়া থানার শ্রীনগর এলাকায়।
এদিকে ঘটনার পর দোকান বন্ধ করে পলাতক দোকানের মালিক। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাড়িতে ও ছোট সিলিন্ডারে গ্যাসের কারবার চলছিল ওই এলাকায়। বুধবার দুপুরে একটি গাড়িতে অবৈধভাবে গ্যাস ভরতে গিয়ে হঠাৎই অসাবধানতার জেরে আগুন লেগে যায়। মারাত্মক ভাবে জখম হন ওই দোকানের কর্মী সঞ্জয় মন্ডল ও অটো চালক আসাব শেখ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় চাপড়া থানার পুলিশ। যদিও এখনও পর্যন্ত দোকানের মালিকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তবে প্রশাসনের চোখে ধুলো দিয়ে বেআইনি ভাবে অটোতে গ্যাস ভরার বেআইনি ব্যবসা দীর্ঘদিন থেকেই চলছিল ওই এলাকায়।
স্থানীয়দের দাবি, পুলিশ এই ধরনের বেআইনি ব্যবসার কথা আগে থেকেই জানত। কিন্তু তারপরেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আর সেই কারণেই ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। যদিও হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলতে গেলে বাধা দেন তাদের পরিবারের সদস্যরা। ছবি তুলতে গেলে আটকানো হয় সাংবাদিকদের। কিন্তু, বারবার অভিযোগ আসার পরেও কেন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন? আগামীতে আরও বড় দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? সেই প্রশ্নই তুলছেন এলাকার মানুষ।