কৌশিক ঘোষ ও মহাদেব কুণ্ডু
প্রতীক্ষার অবসান। অবশেষে নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে শুরু হল ট্রেন চলাচল। আজ বুধবার কলকাতা থেকে আনুষ্ঠানিকভাবে সেই ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এছাড়াও আজিমগঞ্জ স্টেশনে রেলের তরফ থেকে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজিমগঞ্জ স্টেশনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বিধানসভার বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। দীর্ঘদিন ধরে জমি জটে আটকে থাকার পর অবশেষে ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। বিধায়ক বলেন, আমাদের বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রায় ২০ বছর আগে শুরু হয়েছিল নসিপুর রেলব্রিজের কাজ। জমি জটের কারণে এতদিন ধরে আটকে ছিল কাজ। ২০২২ সালে পুনরায় সেই কাজ শুরু হয়। চলতি বছরেই রেল লাইনের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর বুধবার যাত্রীবাহী ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী।
শুধু মুর্শিদাবাদ নয়, দীর্ঘদিন ধরে এই ট্রেন চালু হওয়ার অপেক্ষায় ছিলেন নদিয়াবাসীও। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ‘মেমু’ ট্রেন উদ্বোধন করার পর কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ পর্যন্ত এই ট্রেন চলাচল শুরু হল।
২০০৪ সালের ডিসেম্বরে তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব নসিপুর রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তবে আজিমগঞ্জের দিকে জমি অধিগ্রহণ নিয়ে ছিল জটিলতা। তবে ২০২৪-এর লোকসভা নির্বাচনের কয়েকমাস আগে, দ্রুতগতিতে রেললাইন নির্মাণের কাজ সম্পন্ন করে রেল।
এই ট্রেন নিয়ে কথা বলতে গিয়ে মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন, “এতদিন ধরে সবাই রাজনীতি করে গিয়েছে। কংগ্রেস, তৃণমূল কেউ ট্রেন চালু করার সদিচ্ছা দেখায়নি। অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় উপহার দিলেন। এর ফলে বহু মানুষের যাতায়াতে সুবিধা হবে।” এই ট্রেন চালু হওয়ার পর উত্তরবঙ্গ ও একাধিক জেলার সঙ্গে যোগাযোগ সহজ হল এই এলাকার মানুষের।