TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত
Sep 06, 2021 | 7:02 PM
কলকাতা: বঙ্গোপসাগরে নতুন করে আবারও তৈরি হল নিম্নচাপ। ফলে ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও সেই নিম্নচাপের অভিমুখ অন্ধ্র প্রদেশের দিকে থাকায় শুধুমাত্র আজ এবং আগামিকাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। ফাইল চিত্র।
হাওয়া অফিস সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সর্বাধিক বৃষ্টিপাত হবে ৬ এবং ৭ সেপ্টেম্বর। উপকূলের জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফাইল ছবি
পাশাপাশি, সোমবার মধ্য বঙ্গোপসাগরেও একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। কলকাতা ছাড়া দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।