Alipurduar: জমি দখলের চেষ্টা, প্রতিবাদ করায় বিজেপি সমর্থকে রাস্তায় ফেলে বেধড়ক মার

Sujit Roy | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 19, 2023 | 2:35 PM

Alipurduar: বেশ কিছুদিন ধরে পরিমল বিশ্বাসের জমি দখলের চেষ্টায় ছিল এলাকার কিছু দুষ্কৃতী। পরিবারের অভিযোগ, যেহেতু পরিমল বিশ্বাস বিজেপি করেন, তাই তাঁর জমি অবৈধ ভাবে দখলের চেষ্টা চলছে।

Alipurduar:  জমি দখলের চেষ্টা, প্রতিবাদ করায় বিজেপি সমর্থকে রাস্তায় ফেলে বেধড়ক মার
আক্রান্তের স্ত্রী
Image Credit source: TV9 Bangla

Follow Us

আলিপুরদুয়ার : রাস্তায় ফেলে বিজেপি সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা বিধানসভার ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুঞ্জনগর এলাকার ঘটনা।  পরিমল বিশ্বাস নাম ওই বিজেপি সমর্থক আশঙ্কাজনক অবস্থায় ফালাকাটা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি। তবে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কোচবিহারে স্থানান্তরিত করা হচ্ছে বলে জানা গিয়েছে। তদন্তে নেমেছে ফালাকাটা থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  বেশ কিছুদিন ধরে পরিমল বিশ্বাসের জমি দখলের চেষ্টায় ছিল এলাকার কিছু দুষ্কৃতী। পরিবারের অভিযোগ, যেহেতু পরিমল বিশ্বাস বিজেপি করেন, তাই তাঁর জমি অবৈধ ভাবে দখলের চেষ্টা চলছে।

সোমবার সন্ধ্যায় কাজ থেকে ফিরছিলেন পরিমল। পথে তৃণমূল পঞ্চায়েতের বাড়ির সামনে তাঁর ওপর হামলা চলে বলে অভিযোগ। সাত-আট জন মিলে লাঠি ও দাঁ দিয়ে আক্রমণ করে তাঁর ওপর । ভরসন্ধ্যায় রাস্তায় ফেলে বেধড়ক পেটানো হয় তাঁকে। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।

খবর পেয়ে পরিমলের স্ত্রী বিনা বিশ্বাস দৌড়ে ঘটনাস্থলে যান। তাঁকেও বাঁশ লাঠি দিয়ে এলোপাথাড়ি মারা হয় বলে অভিযোগ। তাঁর চিৎকারে লোকজন জড়ো হয়ে গেলে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। প্রথমে পরিমলকে উদ্ধার করে   ফালাকাটা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে বিজেপি এটাতে রঙ লাগানোর চেষ্টা করছে।প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত বিষয়ে মারপিট হয়েছে।এখন এটাকে বিজেপি রঙ লাগাচ্ছে। যদিও তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এটা নিতান্তই গ্রাম্য বিবাদ। এর পিছনে রাজনৈতিক রঙ চড়ানোর চেষ্টা চলছে।

Next Article