আলিপুরদুয়ার: ক্লাউডেড চিতাবাঘের চামড়া-সহ দুজনকে গ্রেফতার করল বনদফতরের জলদাপাড়া জাতীয় উদ্যানের আধিকারিকরা। বনদফতর সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে একটি ক্লাউডেড লেপার্ডের চামড়া-সহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে উত্তরবঙ্গের বন্যপ্রাণ শাখার বনপাল রাজেন্দ্র জাখর জানান, কোচবিহারের দিক থেকে ফালাকাটার দিকে গাড়ি নিয়ে আসছিল চোরাকারবারীরা।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের সাহায্য নিয়ে কর্মীরা সোনাপুরের কাছে অপেক্ষা করতে থাকেন। সম্ভবত অসম থেকে চামড়াটি আনা হচ্ছিল। দুজনকেই শুক্রবার তড়িঘড়ি আলিপুরদুয়ার আদালতে পাঠিয়ে বারো দিনের রিমান্ডে নিয়েছে বনদফতর। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের হদিশ খোঁজার চেষ্টা শুরু করেছে বনদফতরের আধিকারিকরা।
সূত্রের খবর, ধৃতদের একজনের বাড়ি কোচবিহার জেলার ঘুঘুমারি অপরজনের বাড়ি মালদহের সুজাপুরে। তদন্তের স্বার্থে ধৃতদের নাম গোপন রাখা হয়েছে।এমনকি তাদের ও মিডিয়ার সামনে আনা হয়নি।
দু’দিন আগেই আলিপুরদুয়ারের ফালাকাটায় চিতাবাঘের হামলায় গুরুতর আহন হয় এক নাবালক। রীতিমতো তাকে চিতাবাঘের মুখ থেকে টেনে বার করে আনেন পরিবারের সদস্যরা। বাড়ির উঠোন থেকে ঘাড় কামড়ে দিয়ে টেনে নিয়ে যায় চিতাবাঘটি। নাবালকের চিৎকারে পড়শিরা লাঠিসোঁটা নিয়ে চিতাবাঘের পিছনে তাড়া করেন। রীতিমতো মুখের সামনে থেকে নাবালককে উদ্ধার করে আনেন তাঁরা। কিন্তু নাবালকের সারা শরীর ক্ষতবিক্ষত ছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।