Alipurduar Lok Sabha Election 2024: ‘কমলে’র গড়ে কি ‘ঘাস ফুল’ মাথা তুলতে পারবে? আজ ঠিক করবে আলিপুরদুয়ারের জনতা-জনার্দন

Sujit Roy | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 19, 2024 | 11:54 AM

Alipurduar Lok Sabha Election 2024: পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম আলিপুরদুয়ার আসনটি তফসিলি উপজাতি সংরক্ষিত। চা-বাগান ঘেরা ডুয়ার্স, হিমালয়ের কোল দিয়ে কুলকুল স্রোতে বয়ে যাওয়া কালজানি নদী আলিপুরদুয়ারকে আলাদা পরিচিতি এনে দেয়, সেই জেলার রাজনৈতিক বৈচিত্র্য কেমন?

Alipurduar Lok Sabha Election 2024: কমলের গড়ে কি ঘাস ফুল মাথা তুলতে পারবে? আজ ঠিক করবে আলিপুরদুয়ারের জনতা-জনার্দন
আলিপুর লোকসভাকেন্দ্র
Image Credit source: TV9 Bangla

Follow Us

আলিপুরদুয়ার:  পদ্মফুলের আঁতুড়ঘর আলিপুরদুয়ার বললে খুব একটা ভুল হবে না। লোকসভা বিজেপির। সব বিধানসভাও বিজেপির। এমতাবস্থায় আবার একটি লোকসভা নির্বাচন। চব্বিশের ভোটে জমি ধরে রাখতে আত্মবিশ্বাসী পদ্মশিবির। অন্যদিকে সেই জমি ফিরে পেতে মরিয়া শাসকদলও। বামেরাও রয়েছে মাটি আঁকড়ে। পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম আলিপুরদুয়ার আসনটি তফসিলি উপজাতি সংরক্ষিত। চা-বাগান ঘেরা ডুয়ার্স, হিমালয়ের কোল দিয়ে কুলকুল স্রোতে বয়ে যাওয়া কালজানি নদী আলিপুরদুয়ারকে আলাদা পরিচিতি এনে দেয়, সেই জেলার রাজনৈতিক বৈচিত্র্য কেমন? চলুন একবার দেখা যাক।

আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভা। কেন্দ্রগুলি হল
তুফানগঞ্জ, কুমারগ্রাম (ST), কালচিনি (ST), আলিপুরদুয়ার, ফালাকাটা (SC), মাদারিহাট (ST), নাগরাকাটা (ST)। ২০১৯ লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ১৬,৪৩,৬১৬। ২০১১ জনগণনা অনুযায়ী তফসিলি জাতি ভোটার ৩০.৯ শতাংশ।  তফসিলি উপজাতি ভোটার ২৫.৫ শতাংশ।  সংখ্যালঘু ভোটার ১১.১ শতাংশ
গ্রামীণ ভোটার ৮২.৫ শতাংশ।  শহুরে ভোটার ১৭.৫ শতাংশ।

আলিপুরদুয়ার কেন্দ্রে আদিবাসী ভোট একটা বড় ফ্যাক্টর। সব দলই সেই ভোটব্যাঙ্ককে পাখির করে লড়াই করে। সেই কারণেই জন বার্লাকে ২০১৯ সালে সামনে এনেছিল বিজেপি। এনআরসি ইস্যুকে সামনে রেখে গত লোকসভা নির্বাচনে লড়াই করে গেরুয়া শিবির।

নির্বাচন বিধানসভা কেন্দ্র বিজেপি তৃণমূল।  ২০১৯ তুফানগঞ্জ বিজেপির পেয়েছিল ৯৮৭৭৬ ভোট, আর তৃণমূলের কপালে ৯১২৯০ ভোট জোটে।
২০২১ তুফানগঞ্জ সেই পরিসংখ্যানই বিজেপির ক্ষেত্রে ১১৪৫০৩ ও তৃণমূলের ক্ষেত্রে ৮৩৩০৫।

২০১৯ কুমারগ্রাম বিজেপি পায় ১১৬০২৩ ভোট, তৃণমূল পায় ৮৭২১০ ভোট।  ২০২১ কুমারগ্রামে সেই পরিসংখ্যান দাঁড়ায় বিজেপি ক্ষেত্রে ১১১৯৭৪ ও তৃণমূলের ক্ষেত্রে ১০০৯৭৩।

২০১৯ কালচিনিতে বিজেপি পায় ১১১৪৭৭ ভোট ও তৃণমূল পায় ৬৪০৪৫ ভোট।
২০২১ কালচিনি বিজেপির ঝুলিতে ১০৩১০৪ ভোট ও তৃণমূলের ঝুলিতে ৭৪৫২৮ ভোট।

২০১৯ আলিপুরদুয়ারে বিজেপির দখলে ১১৪৮৭৯ ভোট ও তৃণমূলের দখলে ৭৭৮৫৯ ভোট।  ২০২১ আলিপুরদুয়ারে বিজেপি পায় ১০৭৩৩৩ ভোট ও ত়ৃণমূল পায় ৯১৩২৬।

২০১৯ ফালাকাটায় বিজেপি পায় ১০৯২৮০ ভোট ও তৃণমূল পায় ৮২২১০ ভোট।
২০২১ ফালাকাটা বিজেপি পায় ১০২৯৯৩ ভোট ও তৃণমূল পায়  ৯৯০০৩ ভোট।

২০১৯ মাদারিহাটে বিজেপি পায় ১১৪৯৮১ ভোট ও তৃণমূল পায় ৪৯৬৫০ ভোট
২০২১ মাদারিহাটে বিজেপি পায় ৯০৭১৮ ভোট ও তৃণমূল পায় ৬১০৩৩ ভোট

২০১৯ নাগরাকাটায় বিজেপি পায় ১০৩৮৬৫ ভোট ও তৃণমূল পায় ৫৩৬২১ ভোট
২০২১ নাগরাকাটায় বিজেপি পায় ৯৪৭২২ ভোট ও তৃণমূল পায় ৭১২৪৭ ভোট

একুশে বিধানসভা কার?

তুফানগঞ্জ- মালতি রাভা রায় (বিজেপি)
কুমারগ্রাম- মনোজ কুমার ওঁরাও (বিজেপি)
কালচিনি- বিশাল লামা (বিজেপি)
আলিপুরদুয়ার- সুমন কাঞ্জিলাল (বিজেপি)
ফালাকাটা- দীপক বর্মন (বিজেপি)
মাদারিহাট- মনোজ টিজ্ঞা (বিজেপি)
নাগরাকাটা- পুনা ভেঙ্গরা (বিজেপি)

ভোট শতাংশ

২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির ভোট  ৫৫.২ শতাংশ, তৃণমূল ৩৭.৩ শতাংশ, আরএসপি ৪ শতাংশ।  ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট পায় ৫০.৪ শতাংশ, তৃণমূল ৪০.৪ শতাংশ, আরএসপি ১.৩ শতাংশ, কংগ্রেস ২.৭ শতাংশ।

২০২৪ এর মহারণে এবারে বিজেপি প্রার্থী মাদারিহাটের বিধায়ক মনোজ টিজ্ঞা। তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বারাইক। আরএসপির হয়ে দাঁড়িয়েছেন মিলি ওরাওঁ।

Next Article