আলিপুরদুয়ার: একে শীতকাল। ঘুরতে যাওয়ার ভরা মরশুম। বিশেষ করে বাঙালি এ সময়ে উত্তরবঙ্গে ঘুরতে যেতে ভালবাসে। কিন্তু তার মধ্যেই এল দুঃখের খবর। না তবে পর্যটকদের জন্য নয়। চা বাগানের শ্রমিকদের জন্য় বন্ধ হয়ে গিয়েছে আরও একটি বাগান। উত্তরে বন্ধ হয়ে গেল আরও একটি চা বাগান। গত দু’বছরে ন’টি চাবাগান বন্ধ হল। বৃহস্পতিবার ফের বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগান। এই নিয়ে আলিপুরদুয়ারে ১০ টি চাবাগান বন্ধ হল।
বৃহস্পতিবার ‘সাসপেনশন অফ ওয়ার্কস’ নোটিস দিয়ে বাগান ছেড়ে চলে যায় মেচপাড়া চা বাগান কর্তৃপক্ষ। এর ফলে বাগানের প্রায় ১৩০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে বাগানের শ্রমিকরা কাজে গিয়ে দেখে বাগান কর্তৃপক্ষ নেই। ঝুলছে নোটিস। তারা উল্লেখ করছে, বাগানে কাজের পরিবেশ নেই। শ্রমিকরা ও কর্মচারিরা ঠিক মত কাজ করছে না। এমনকী বোনাসের সিদ্ধান্ত হওয়ার পর ও অবৈধ ভাবে পাঁচদিন আন্দোলন করেছে। এসমস্ত কারণে বাগান কর্তৃপক্ষ ‘সাসপেনশন অফ ওয়ার্কস’ নোটিস দিয়ে বাগান ছেড়ে চলে গিয়েছে।
এখন চা বাগানে শুখা মরশুম। এই সময় উৎপাদন বন্ধ। আর এই সময় মূলত শ্রমিকদের ছুটি দেওয়া হয়।আর এই শুখা মরশুমে বাগান বন্ধ হয়ে যাওয়ায় হতাশ মেচপাড়া শ্রমিকরা। এ দিন, শ্রমিকরা জানান, “আজ বেতন প্রদানের দিন ছিল। বেতন না দিয়ে বাগান বন্ধ করে চলে গিয়েছে মালিক কর্তৃপক্ষ।”