আলিপুরদুয়ার: নতুন বছরের শুরুতে বাংলা সাহিত্যে বিরল ঘটনা। একই বছরে জোড়া অ্যাকাডেমি পুরস্কার পেলেন আলিপুরদুয়ার (Alipurduar) গোবিন্দ হাইস্কুলের শিক্ষক তথা বিশিষ্ট কবি শৌভিক দে সরকার। অনুবাদের কাজের স্বীকৃতি হিসেবে তিনি এই পুরস্কার পেয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের বাংলা অ্যাকাডেমির লীলা রায় সাহিত্য পুরস্কার পেলেন শৌভিক। এবার স্প্যানিশ লেখক রবের্তো বোলানিও-র অনুবাদ গ্রন্থ ‘ফোনকল ও অন্যান্য গল্প’-এর জন্য।
এর আগে বছরের শুরুতে অনুবাদ সাহিত্যের জন্য জাতীয় সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন তিনি। তেলুগু লেখক ওয়াইবি নারায়ণের লেখা ‘আমার বাবা বালাইয়া’ বইয়ের বাংলা অনুবাদের জন্য পুরস্কার পান তিনি। এই জোড়া পুরস্কার পেয়ে খুশি শৌভিক এবং তাঁর স্কুলের সতীর্থরা।
তিনি বলেন, ‘কোনও প্রতিবন্ধকতাই মানুষকে আটকে রাখতে পারেন না। এই স্বীকৃতি যথেষ্ট আনন্দের। আমি খুশি।’
তবে পড়ুয়ারা বই ছেড়ে মোবাইল হাতে তুলে নিচ্ছেন। তাতে কী বলছেন এই শিক্ষক? এ প্রসঙ্গে তাঁর সাফ কথা, ‘অতিমারির সময় তো এটা নিয়েই চলতে হয়েছে। সবকিছুরই পজিটিভ ও নেগেটিভ দিক রয়েছে, তবে ব্যালান্সটা থাকা দরকার।’