Alipurduar: পেঁয়াজ-রসুন কষাচ্ছিলেন, মাংস তখন কড়াইতে পরেনি! স্রেফ এই কারণেই জেলে যেতে হল তিন জনকে, কেন জানেন?
Alipurduar: রবিবার সন্ধ্যা ৮ টার দিকে বিটিআর পূর্ব বিভাগের উত্তর রায়ডাক রেঞ্জের রায়ডাক চাবাগানের ৪ নম্বর লাইনে তল্লাশি চালান। সেখানেই একটি ঘরের মধ্যে হরিণের মাংস রান্না করা হচ্ছিল বলে অভিযোগ। খবর পেয়ে ওই ঘরেই তল্লাশি চালান আধিকারিকরা।

গোপন সূত্রে খবর পেয়ে, রবিবার সন্ধ্যা ৮ টার দিকে বিটিআর পূর্ব বিভাগের উত্তর রায়ডাক রেঞ্জের রায়ডাক চাবাগানের ৪ নম্বর লাইনে তল্লাশি চালান। সেখানেই একটি ঘরের মধ্যে হরিণের মাংস রান্না করা হচ্ছিল বলে অভিযোগ। খবর পেয়ে ওই ঘরেই তল্লাশি চালান আধিকারিকরা। সেখান থেকে ওই তিন জনকে হরিণ মাংস রান্না করার সময়েই গ্রেফতার করেন বনদফতরের আধিকারিকরা। ১৯৭২ বন্যজীবন সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে তাঁদের গ্রেফতার করা হয়েছে।
বনদফতর সূত্রে খবর, আদালতের অনুমতি পাওয়ার পরে, নমুনাগুলি শনাক্তকরণের জন্য কলকাতার জেডএসআই -তে পাঠানো হবে। জানা গিয়েছে, উত্তর রায়ডাক রেঞ্জের রেঞ্জ অফিসার এবং টিয়ামারি বিট কর্মীরা আরও বেশি তৎপর হয়েছেন। তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

