আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের কুমারগ্রামের (Alipurduar Harassment Case) ঘটনা নিয়ে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে চিঠি দিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। চিঠিতে তিনি জানিয়েছেন, এ রাজ্যে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা কেন প্রায় দিনই সংবাদ মাধ্যমে প্রকাশ হচ্ছে, কমিশন তা বুঝতে পারছে না।
চিঠিতে বলা হয়েছে, রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির নিন্দা করছে মহিলা কমিশন। পুলিশের কর্তব্যে গাফিলতি রয়েছে। দ্রুত ব্যবস্থা নিতে পারছে না পুলিশ। অভিযুক্ত ৮ জনই অপরাধ করে পালিয়ে যাওয়ায় পুলিশি নিষ্ক্রিয়তা রয়েছে বলে মনে করছে কমিশন। ৮ অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিন পুলিশ কর্তৃপক্ষ। আলিপুরদুয়ারের এসপি-কে ভার্চুয়ালি তদন্তের অগ্রগতি জানাতেও বলা হয়েছে ওই চিঠিতে।
আরও পড়ুন: ‘ল্যাম্পপোস্টে বেঁধে আমাকে পেটানোর হুমকি দিচ্ছেন রত্না’, রাত পোহাতেই বৈশাখী ভুগছেন রত্না-ফোবিয়ায়!
সালিশি সভা ডেকে আদিবাসী মহিলাকে চরিত্রহীন অপবাদ দেওয়া। তারপর মাথা ন্যাড়া করে নগ্ন করে মার। আলিপুরদুয়ারের চ্যাঙমারির এই ন্যক্কারজনক ঘটনায় রাজ্য জুড়ে নিন্দার ঝড় ওঠে। ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নড়েচড়ে বসে প্রশাসন। প্রথমে গ্রেফতার হয় তিনজন। ধৃতদের নাম ভবেশ কুজুর, বিপান টপ্পো এবং সুজিত লাকড়া। এদিকে ঘটনার পর থেকে খোঁজ মিলছিল না নির্যাতিতার। এর মধ্যে জাতীয় মহিলা কমিশন রাজ্য়ের ডিজিপিকে চিঠি দিয়ে এই ঘটনায় পদক্ষেপ করতে আবেদন জানায়। সেখান থেকে নির্দেশ যায় জেলা পুলিশ সুপারের কাছে। পরে তাঁর অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে সমস্ত অভিযুক্তকে গ্রেফতার করেছে কুমারগ্রাম থানার পুলিশ।