আলিপুরদুয়ার: ভাই-ফোঁটার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে উপহার পাঠিয়েছিলেন। এমনকী উপহার মমতার উপহার গ্রহণও করেছিলেন। কিন্তু সেই ঘটনার কয়েকদিন কাটতে না কাটতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে বৈঠক করে বিতর্ক উস্কে দিলেন কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজ। বললেন, ‘যে সরকার কেন্দ্রে থাকবে সেই সরকারকেই বন্দনা করব।’
যদিও নিশীথ প্রামাণিকের সঙ্গে দেখা করার ২৪ ঘণ্টার মধ্যেই ফের আলিপুরদুয়ারের তৃণমূল সহ সভাপতি প্রেমানন্দ দাসের সঙ্গে দেখা করতে কামাখ্যাগুড়িতে এলেন গ্রেটার নেতা অনন্ত মহারাজ।
এক সাক্ষাৎকারে গ্রেটার নেতা অনন্ত মহারাজ এদিন জানান, ‘পৃথক রাজ্য হচ্ছেই।তা লোকসভা নির্বাচনের আগেই হবে।’ এরপর অনন্ত মহারাজ বলেন, ‘প্রেমানন্দকে তৃণমূল নেতা ভাবি না। আপনারা যা বলছেন তা নিশীথকেও ভাবিনা। এটা পলিটিক্যাল ব্যাপার নয়।’ তিনি বলেন, ‘রাজ্যের বলার কিছু নেই। পশ্চিমবঙ্গের কাছে আমরা কিছু দাবি করিনি। আমাদের দাবি কেন্দ্রের কাছে। রাজ্যের বক্তব্য জানি না।কাওয়াখালিতে মুখ্যমন্ত্রীর শুধু ভাষণ শুনতেই গিয়েছিলাম।’
কেএল ও চিফ জীবন সিং সম্পর্কে অনন্ত মহারাজ বলেন, ‘গভর্নমেন্টের সঙ্গে কী কথা হয়েছে তা আমরা জানি না। ও যদি মূল স্রোতে ফিরে আসে তবে ভাল কথা। আমরা নয় সরকার চালাবে কেন্দ্র সরকার। কেএলও, কেপিপির সঙ্গে আমাদের মতাদর্শ মেলে না। সংবিধান অনুযায়ী হবে। লোকসভা নির্বাচনের আগে পৃথক রাজ্য হচ্ছেই।দাবি অনন্ত মহারাজের।’