Alipurduar: মাঝরাতে পায়ের শব্দ, দরজার ফাঁকে চোখ রাখতেই গলা শুকিয়ে কাঠ…

Sujit Roy | Edited By: সায়নী জোয়ারদার

Jan 13, 2024 | 6:41 PM

Alipurduar: আলিপুরদুয়ারের ২ নম্বর ওয়ার্ডের নিউটাউন দুর্গাবাড়ি এলাকায় লেপার্ডের আতঙ্ক ছড়ায় দু'দিন আগেই। নজরদারিতে সেখানে বসানো হয় ট্র্যাপ ক্য়ামেরা, খাঁচা। এলাকার লোকজনের বক্তব্য, কোনও বন্য জন্তু এলাকায় ঢুকছে তা নিশ্চিত। তবে তা লেপার্ডও হতে পারে বলে অনুমান এলাকাবাসীর।

Alipurduar: মাঝরাতে পায়ের শব্দ, দরজার ফাঁকে চোখ রাখতেই গলা শুকিয়ে কাঠ...
আতঙ্কে এলাকাবাসী।
Image Credit source: TV9 Bangla

Follow Us

আলিপুরদুয়ার: লেপার্ড আতঙ্ক কিছুতেই কাটছে না আলিপুরদুয়ারে। নিউটাউন দুর্গাবাড়ি এলাকার পর এবার ৮ নম্বর ওয়ার্ডে ছড়াল সেই একই আতঙ্ক। শুক্রবার রাত ২টো নাগাদ এলাকার এক বাসিন্দা কারও পায়ের শব্দ শুনতে পান। এরপরই বাড়ির বাইরে বেরিয়ে উঁকি দিতেই দেখেন কিছু একটা হেঁটে চলে গেল। চার পেয়ে কোনও কিছু ছিল। তবে কী স্পষ্ট করে বুঝতে পারেননি। তবে আতঙ্ক ছড়িয়েছে এই খবর সামনে আসার পর থেকেই। শনিবার সকাল থেকে এলাকায় উদ্বেগের ছাপ।

আলিপুরদুয়ারের ২ নম্বর ওয়ার্ডের নিউটাউন দুর্গাবাড়ি এলাকায় লেপার্ডের আতঙ্ক ছড়ায় দু’দিন আগেই। নজরদারিতে সেখানে বসানো হয় ট্র্যাপ ক্য়ামেরা, খাঁচা। এলাকার লোকজনের বক্তব্য, কোনও বন্য জন্তু এলাকায় ঢুকছে তা নিশ্চিত। তবে তা লেপার্ডও হতে পারে বলে অনুমান এলাকাবাসীর। এলাকার লোকজন পায়ের একাধিক ছাপও দেখতে পান বলে জানান। খবর দেওয়া হয় বনদফতরে। স্থানীয় বাসিন্দারা জানান, বনকর্মীরা এসে পায়ের ছাপ পরীক্ষাও করে গিয়েছেন।

আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর জানান, ২ নম্বর ওয়ার্ডে খাঁচা ও ট্র‍্যাপ ক্যামেরা বসানো হয়েছে। এবার শোনা যাচ্ছে ৮ নম্বর ওয়ার্ডে অচেনা বন্যজন্তু ঘুরে বেড়াচ্ছে। পুরসভা ও বনদফতর একসঙ্গে কাজ করছে। তাই ভয়ের কোনও কারণ নেই। তবে ভয় কাটছে না এলাকার লোকজনের। এর আগে ২০১৫ সালে একটি পূর্ণবয়স্ক লেপার্ড ধরা পড়েছিল শহরের একটি শিশু উদ্যানে। ফলে আতঙ্ক রয়েছে।

Next Article