Awas Yogona: দিব্যি হেঁটে-চলে বেড়াচ্ছেন মহিলা, তাঁকেই মৃত বানিয়ে দিল সরকারি লিস্ট

Sujit Roy | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 14, 2025 | 2:35 PM

Awas Yogona: আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের গাড়োপাড়া গ্ৰাম পঞ্চায়েত এলাকা। সেখানকার বাসিন্দা সুনিতা রাউত। পেশায় তিনি শ্রমিক। সুনিতার নাম ছিল আবাস যোজনার তালিকায়। তাঁর ঘরবাড়ি ভাঙাচোরা। যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে সেটি।

Awas Yogona: দিব্যি হেঁটে-চলে বেড়াচ্ছেন মহিলা, তাঁকেই মৃত বানিয়ে দিল সরকারি লিস্ট
সুনিতা রাউত
Image Credit source: Tv9 Bangla

Follow Us

আলিপুরদুয়ার: এলাকায় এসে সার্ভে করা হয়েছে। সরকারি প্রতিনিধিরা ঘুরে বেড়িয়েছেন। দেখেছেন কার বাড়ির কী অবস্থা। সেই অনুযায়ী নামের লিস্টও তৈরি হয়েছে। কিন্তু এ কী! আলিপুরদুয়ারের এক বাসিন্দা বাড়ি তো পেলেন না। উল্টে আবার সেই তালিকায় তাঁকে মৃত বলে ঘোষণা হয়েছে। যা দেখে কার্যত চোখ কপালে ওঠার জোগাড় তাঁর।

আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের গাড়োপাড়া গ্ৰাম পঞ্চায়েত এলাকা। সেখানকার বাসিন্দা সুনিতা রাউত। পেশায় তিনি শ্রমিক। সুনিতার নাম ছিল আবাস যোজনার তালিকায়। তাঁর ঘরবাড়ি ভাঙাচোরা। যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে সেটি। সুনিতা বলেন, “আমার ঘর নেই। তার জন্য অসুবিধা হচ্ছে। আমার তিন মেয়ে রয়েছে। খুব কষ্ট করে আছি। ঘর পুরো ভেঙে গিয়েছে। সেই কারণে পঞ্চায়েতে গেছিলাম। তখন লিস্টে নাম ছিল। এখন বলছে মৃত।”

বিজেপি বিধায়ক বিশাল লামার দাবি, সুনিতা রাউত বিজেপি সক্রিয় কর্মী। সেই কারণে মৃত দেখিয়ে নাম বাদ দেওয়া হয়েছে তাঁর। বিশাল বলেন, “এই সার্ভে ঠিকমত হয়নি। যারা সার্ভে করছে তাঁদের বিরুদ্ধে তদন্ত করা উচিৎ।” যদি, এই বিষয়ে তৃণমূল পরিচালিত গাড়োপাড়া গ্ৰাম পঞ্চায়েত প্রধান কমলা মাহালি জানান,”সার্ভে সময় আমরা ছিলাম না। অফিস কর্মচারিরা সার্ভে করেছে। আমি এই বিষয়ে বিডিও জানাবো। সমস্যার সমাধান অবশ্যই হবে।”

Next Article