Tea Garden: নেই খাবার, মেলে না চিকিৎসাও! চা শ্রমিকদের অবস্থা দেখে হতবাক মন্ত্রী

Tea Garden: বন্ধ চা বাগানের সমস‍্যার কথা জানিয়ে জেলাশাসকের কাছে যাবেন তিনি। বাগানের সমস্যা নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন মন্ত্রী।

Tea Garden: নেই খাবার, মেলে না চিকিৎসাও! চা শ্রমিকদের অবস্থা দেখে হতবাক মন্ত্রী
চা শ্রমিকদের সঙ্গে কথা বললেন জন বার্লাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2023 | 7:32 AM

আলিপুরদুয়ার: সরকারি হাসপাতালে মেলে না চিকিৎসা পরিষেবা। বাড়িতে আয়ুর্বেদিক চিকিৎসার ওপর ভরসা করেই দিন কাটাতে হচ্ছে কোনও ক্রমে। ঠিক মতো খাবারও জোটে না। চা বাগানে গিয়ে এমন পরিস্থিতিই দেখে এলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। মঙ্গলবার চা শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। তাঁদের সুবিধা-অসুবিধার কথা শোনেন মন দিয়ে। সমস্যা কীভাবে সমাধান করা যায়, সে ব্যাপারে জেলাশাসকদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।

এদিন বাগান ঘুরে দেখে মন্ত্রী জানান, বন্ধ চা বাগানের শ্রমিকরা খুব সমস্যায় আছে। অনেকেই অনাহারে দিন কাটাচ্ছেন। প্রশাসনের তরফ থেকে বন্ধ বাগানের শ্রমিকদের ত্রানও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ জানিয়েছেন জন বার্লা। মঙ্গলবার আলিপুরদুয়ারের বন্ধ কালচিনি চা বাগানে পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেখানেই শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী। মন্ত্রীর সঙ্গে ছিলেন বিধায়ক বিশাল লামা।

এদিন জন বার্লা জানান আলিপুরদুয়ার জেলার মোট পাঁচটি চা বাগান বন্ধ। বন্ধ চা বাগানের সমস‍্যার কথা জানিয়ে জেলাশাসকের কাছে যাবেন তিনি। বাগানের সমস্যা নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন মন্ত্রী। মঙ্গলবার ডিমা চা বাগানও পরিদর্শনে করেন জন বার্লা। ডিমা চা বাগানের অসুস্থ শ্রমিকদের বাড়িতে যান ও তাঁদের সঙ্গে কথা বলেন তিনি।

এই বিষয়ে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র ওরাও জানান, বন্ধ চা বাগানের শ্রমিকদের শীঘ্রই ত্রান দেওয়া হবে। তিনি আরও জানান বন্ধ চা বাগানগুলো শীঘ্র যাতে খোলা যায়, তার জন‍্য চেষ্টা করা হচ্ছে।