CM Mamta Banerjee: রাস্তার ‘হতশ্রী’ অবস্থা দেখে রেগে গেলেন মমতা, রাত ১০টায় শুরু হয়ে গেল কাজ

Sujit Roy | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 10, 2023 | 10:51 AM

CM Mamta Banerjee: জানা গিয়েছে, পুরসভার ৩ ও ১৯ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে দেড়শো মিটার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, তাঁরা এতদিন ধরে বলার পরও কাজ হয়নি। এরপর শনিবার মুখ্যমন্ত্রী ওই রাস্তা হেঁটে জনসংযোগ করছিলেন। রাস্তার দশা দেখে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর ধমক দেওয়ার পর তড়িঘড়ি কাজ শুরু করল পৌরসভা।

CM Mamta Banerjee: রাস্তার হতশ্রী অবস্থা দেখে রেগে গেলেন মমতা, রাত ১০টায় শুরু হয়ে গেল কাজ
বাঁদিকে আগের রাস্তা, মুখ্যমন্ত্রীর ধমক খেয়ে শুরু কাজ, ডানদিকে পরের রাস্তা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

আলিপুরদুয়ার: রাজ্যের বিভিন্ন জেলার একাংশ রাস্তার অবস্থা এতটাই ভয়াবহ যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসী। কোথাও অভিযোগ উঠেছে নতুন রাস্তা পাঁচ মাসের মধ্যে খারাপ হয়ে গিয়েছে। কোথাও আবার স্থানীয় বাসিন্দারা হাত দিয়ে পিচ উপড়িয়ে নিয়েছে। এবার রাস্তার বেহাল অবস্থা দেখে উষ্মা প্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারে পথশ্রী প্রকল্পের ‘হতশ্রী’ দশা দেখে বিরক্ত মমতা। আর তারপরই টনক নড়ল আলিপুরদুয়ার পুরসভার। রাত দশটার সময়ই রাস্তার কাজ শুরু করে দিলেন পৌরকর্মীরা।

জানা গিয়েছে, পুরসভার ৩ ও ১৯ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে দেড়শো মিটার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, তাঁরা এতদিন ধরে বলার পরও কাজ হয়নি। এরপর শনিবার মুখ্যমন্ত্রী ওই রাস্তা হেঁটে জনসংযোগ করছিলেন। রাস্তার দশা দেখে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর ধমক দেওয়ার পর তড়িঘড়ি কাজ শুরু করল পৌরসভা।

শনিবার সকালেও দেখা গেল রাস্তা তৈরির কাজ হচ্ছে। পিচের রাস্তায় রোলার দিয়ে কাজ চলছে। এক রাতের মধ্যেই কীভাবে হল টেন্ডার? কে করল? প্রশ্ন উঠছেই। এছাড়াও প্রশ্ন উঠছে একমাত্র মুখ্যমন্ত্রী পরিদর্শন করলেই কি কাজ হবে? নয়ত ভাঙা রাস্তা সেই অবস্থাতেই থাকবে?

মুখ্যমন্ত্রী কী বলেছিলেন?
“আলিপুরদুয়ার নতুন জেলা। বিশ্ববিদ্যালয়ের পাশের এই রাস্তার অবস্থা নিয়ে আমি জেলা শাসককে বলেছি যাতে দ্রুত মেরামেতি করা হয়। কারণ এখানে পড়ুয়ারা আসেন। তাই রাস্তা এভাবে পড়ে থাকলে হয় না।”

Next Article