Alipurduar: পুজোর সাজে যেন মাস্ক না হারিয়ে যায়! সচেতন করতে কলম ধরলেন মহকুমাশাসক

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Oct 08, 2021 | 3:05 PM

Covid Guideline: বৃহস্পতিবার আলিপুরদুয়ারের পুজো উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করেন আলিপুরদুয়ারের মহকুমাশাসক বিপ্লব সরকার।

Alipurduar: পুজোর সাজে যেন মাস্ক না হারিয়ে যায়! সচেতন করতে কলম ধরলেন মহকুমাশাসক
পুজোতেও মাস্ক মাস্ট। ফাইল চিত্র।

Follow Us

আলিপুরদুয়ার: পুজোর সময় বার বার সতর্ক থাকতে বলছে প্রশাসন। রাস্তায় বেরোলেও স্বাস্থ্যবিধি (Covid Guideline) মানা অত্যাবশ্যক বলছে আদালতও। এরই মধ্যে মানুষের মধ্যে সচেতনতার প্রসারে নিজেই কলম ধরলেন আলিপুরদুয়ারের মহকুমাশাসক। পঞ্চমী থেকে দশমী, প্রত্যেকদিন মাস্ক যে পরতেই হবে, সে বার্তা দিতেই লিখন মহকুমাশাসক বিপ্লব সরকারের। মহকুমাশাসকের পাঁচ মন্ত্রেই আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় চলছে সচেতনতা প্রচার।

বৃহস্পতিবার আলিপুরদুয়ারের পুজো উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করেন আলিপুরদুয়ারের মহকুমাশাসক বিপ্লব সরকার। বৈঠকে শহরের প্রায় ৫০টি দুর্গাপুজোর উদ্যোক্তারা সামিল হন। বৈঠকে মাস্ক পরা নিয়ে সচেতনতায় জোর দেওয়া হয়। সেখানেই মাস্ক পরিধানের প্রচার নিয়ে মহকুমাশাসক নিজের লেখা স্লোগানের মতো ছোট ছোট পংক্তি পুজো উদ্যোক্তাদের সামনে তুলে ধরেন।

উদ্যোক্তারাও উৎসাহ নিয়ে সেই স্লোগানকে হাতিয়ার করেছেন। পুজোর ক’দিন মণ্ডপে মণ্ডপে মহকুমাশাসকের লেখা এই সব স্লোগান মাইকে প্রচার করবেন বলে জানিয়েছেন পুজোর উদ্যোক্তারা। আলিপুরদুয়ার শহরের এক ক্লাবের সম্পাদক পাপাই দাস বলেন, ” মাস্ক পরুন না হলে আর্থিক জরিমানা হতে পারে। এ ধরনের প্রচারে কিছুটা একঘেয়েমি চলে এসেছে। মহকুমাশাসক নিজেই মাস্ক পরা নিয়ে ছোট ছোট সুন্দর পাঁচটি স্লোগান লিখেছেন। আর এই স্লোগান আমরা পুজোর ক’দিন মণ্ডপে প্রচার করব। মন্ডপে এই স্লোগান লেখা প্ল্যাকার্ড, ফেস্টুনও ঝোলান হবে।”

মহকুমাশাসকের লেখা এই সব স্লোগান প্ল্যাকার্ডে লেখা হবে। একই স্লোগানে ফেস্টুন ছাপানো হয়েছে। এদিন পুজো কমিটিগুলোকে নিয়ে বৈঠকের পর এই সব প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে শহরে মিছিল করেন পুজো কমিটির সদস্যরা। এই মিছিলে মহকুমাশাসক নিজেও। এসডিও অফিস থেকে এই পরিক্রমা শুরু হয়ে ফায়ার স্টেশনের সামনে শেষ হয়।

আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার বলেন, “বাংলার সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। এই উৎসবে প্রচুর মানুষের ভিড় হবে। তবে ভিড়ে কোনও ভাবেই মাস্ক না পরে বেরোনো চলবে না। মাস্ক মিস হলেই বড় বিপদ শিয়রে কড়া নাড়বে। সেই কারণে মাস্ক নিয়ে প্রচারে অভিনবত্ব আনা হয়েছে। আমার নিজের লেখা পাঁচটি স্লোগানে এবার পুজো প্যান্ডেলে পুজোর ক’দিন প্রচার চলবে। খুব ভাল লাগছে, পুজো উদ্যোক্তারা উৎসাহ নিয়ে এই সব স্লোগানের মাধ্যমে মাস্ক পরার আবেদন রাখতে চেয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সব স্লোগান মাইকে প্রচার করা হবে।”

ইতিমধ্যেই দুর্গাপুজোয় স্বাস্থ্যবিধি মানা নিয়ে সতর্ক করেছে আইসিএমআর। যথাযথভাবে করোনা বিধি না মানলে তা যে মারাত্মক হতে পারে, সে কথাও জানিয়েছে তারা। পুজোয় মণ্ডপগুলিতে ভিড়ের আশঙ্কা থাকছেই। তা থেকেই বিপদ গুরুতর হতে পারে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাই মাস্ক পরা, হাত ধোয়া, জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

আরও পড়ুন: Sabyasachi Dutta: পদ, টিকিট কী দেয়নি বিজেপি! সব্যসাচীর ‘ঘর ওয়াপসি’র পরই তোপ দিলীপের

Next Article