Alipurduar Elephant Death: ক্ষেতের মধ্যে পড়ে নিথর হাতি, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা বনকর্মীদের

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 23, 2022 | 12:39 PM

Alipurduar Elephant Death: বুধবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার দলগাঁও বনবস্তির মুন্সি লাইনে।

Alipurduar Elephant Death: ক্ষেতের মধ্যে পড়ে নিথর হাতি, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা বনকর্মীদের
হাতির দেহ উদ্ধার

Follow Us

আলিপুরদুয়ার: ক্ষেতের মধ্যে পড়ে রয়েছে একটি হাতির দেহ। সকালে ক্ষেতে কাজ করতে গিয়ে দেখতে পান স্থানীয় চাষিরা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার দলগাঁও বনবস্তির মুন্সি লাইনে। এদিন সকালে একটি বুনো হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সকালে চাষের জন্য ক্ষেতে যাওয়ার সময়েই হাতির দেহটি পড়ে থাকতে দেখেন কয়েকজন। এলাকায় খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দারা ক্ষেতের ধারে ভিড় জমান। ওই হাতিটিকে নিথর পড়ে থাকতে দেখে বনদফতরে খবর দেন স্থানীয় বাসিন্দারা। বনকর্মীরা জানাচ্ছেন,হাতিটির আনুমানিক বছর ছয়-সাত হবে। এটি একটি পুরুষ হাতির দেহ।

ওই পুরুষ হাতির মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়ে মুন্সি লাইনে যান জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারি বন্যপ্রাণী সংরক্ষক দেবদর্শন রায়। যান অন্যান্য বনকর্মীরাও। মৃত্যুর প্রকৃত কারণ জানতে হাতিটির মৃতদেহ জলদাপাড়ায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই দেহের ময়নাতদন্তের পর মৃত‍্যুর আসল কারণ জানা যাবে। ক্ষেতে ফসল বাঁচাতে বিদ্যুতের তার দেওয়া ছিল কিনা, হাতিটির শরীরে কোথাও কোনও ক্ষত ছিল কিনা, তা সবই খতিয়ে দেখছেন বনকর্মীরা। কিছুদিন আগেই ডুয়ার্সে একটি হস্তিশাবকের মৃত্যু হয়। সেই ঘটনা অত্যন্ত মর্মান্তিক ছিল। দলের সঙ্গে গ্রামে এসেছিল সেই হস্তিশাবকটি। কিন্তু ফেরার সময়ে নালায় পড়ে যায় সে। সঙ্গীরা তাকে উদ্ধারের চেষ্টাও করেছিল। কিন্তু মাটি ধসে নালায় চাপা পড়ে যায় হস্তিশাবকরা। সকালে গ্রামবাসীরা তার দেহ দেখতে পান। গোটা শরীরটাই মাটির নীচে চাপা পড়ে গিয়েছিল তার। কেবল চারটি পা ওপরের দিকে ছিল। বনকর্মীরা গিয়ে মাটি সরিয়ে হস্তিশাবকের দেহটি উদ্ধার করেন। এক্ষেত্রে পুরুষ হাতির মৃত্যুর কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Next Article