আলিপুরদুয়ার: হোলিতে (Holi 2023) কোনও মেয়ের শরীরে রং দিলেই করতে হবে বিয়ে। নচেৎ দিতে হবে জরিমানা। হ্যাঁ শুনতে অবাক লাগলেও হোলিতে অনন্তকাল ধরে চলে আসছে এমনই ঘটনা। এই রীতিই রয়েছে আলিপুরদুয়ারের (Alipuduar) তুরতুরি গ্রামের আদিবাসী সমাজে। গোটা দেশজুড়ে যখন মানুষ রংয়ের খেলায় মেতেছেন সেখানে এই গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষ একে অপরকে জল দিয়ে হোলি খেললেন। জানা গিয়েছে এই গ্রামে প্রচুর আদিবাসী সম্প্রদায়ের মানুষ কখনওই রং দিয়ে হোলি খেলেন না। এমমকী জল দিয়ে খেলেন না অনেকে। অনন্তকাল ধরে চলে আসছে আদিবাসী সমাজের এই কঠোর রীতি।
এই গ্রামে আদিবাসী সমাজের কোনও ছেলে যদি কোনও মেয়েকে রং দেয় তাহলে তাঁকেই করতে হয় বিয়ে। এটাই নিয়ম। নচেৎ দিতে হয় জরিমানা। তবে দোলের দিন এখানে রয়েছে আরও নানা রীতি। সেই রীতি মেনেই দোল পূর্ণিমায় আনন্দে মাতোয়ারা হতে দেখা যায় এলাকার বাসিন্দাদের। সূত্রের পাওয়া খবর অনুযায়ী দোল পূর্নিমার দিন এই গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষ জঙ্গল সংলগ্ন এলাকায় গিয়ে পুজো করেন। এরপর সমাজের বিভিন্ন বাড়িতে গিয়ে বিতরণ করা হয় শাল ফুল। একসময় এই হোলির দিন বাড়ির পুরুষরা জঙ্গলে শিকার করতে যেতেন। তারপর শিকার করা মাংস রান্না করে একসঙ্গে খাওয়া-দাওয়ার আয়োজন করা হত। এখন সরকারি আইন কঠোর হওয়ায় জঙ্গল গিয়ে শিকার আর কেউ করেন না। কিন্তু, বাড়িতে গৃহপালিত হাঁস,মুরগি রান্না করে খাওয়া হয়।
এলাকার বাসিন্দা বাবুলাল বলেন, “আজকের দিনে আমাদের গ্রামের ছেলেরা জঙ্গলে গিয়ে শাল গাছের ফুল নিয়ে আসে। গ্রামে পুজোও হয়। পুজো শেষের পর প্রতিটা পরিবারে এই ফুল দেওয়া হয়। তারপর শুরু হয় বাহা উৎসব। তারপরই শুরু হয় জল দিয়ে রং খেলা। এখানে কেউ রং দিয়ে হোলি খেলে না। পূর্বপুরুষদের সময় থেকেই এটা চলে আসছে। কোনও ছেলে যদি নিময় ভেঙে মেয়েদের গায়ে রং দেয় তাহলে তাঁকে ওই মেয়েকে বিয়ে করতে হয়। বিয়ে করতে না চাইলে জরিমানা করা হয়।”