আলিপুরদুয়ার: কখনও তুলে নিচ্ছিল ছাগল। কখনও বা কুকুর মেরে ফেলেছিল। সেই চিতার আতঙ্কে রীতিমতো বাইরে পা ফেলতে ভয় পাচ্ছিলেন এলাকাবাসী। নওয়া-খাওয়া ঘুম উড়েছিল তাঁদের। কাজ কর্মে বেরতেও পারছিলেন না তাঁরা। অবশেষে স্বস্তি। আলিপুরদুয়ারের মথুরা চাবাগানের ১৭ নম্বর সেকশনে খাঁচাবন্দি হল চিতাবাঘ বা লেপার্ড। বৃহস্পতিবার সকালে লেপার্ডটি খাঁচাবন্দি হলে স্থানীয় বাসিন্দারা বনদফতরকে খবর দেয়। বনকর্মীরা এসে লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদফতর সূত্রে জানা গিয়েছে, লেপার্ডটিকে প্রাথমিক চিকিৎসার পর চিলাপাতা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
এর আগে মথুরা চা বাগানের মেইন ডিভিশনে দু’টি চিতাবাঘ খাঁচাবন্দি হয়। স্থানীয় বাসিন্দারা গরু, ছাগল,কুকুরকে মেরে ফেলছে লেপার্ড। রবিবার তার আক্রমণে একটি গরুর মৃত্যু হয়েছিল। এ দিকে, চিতাবাঘের ভয়ে কাজে বেরতে পারছিলেন না চা বাগানের শ্রমিকরা। বিষয়টি জানানো হয়েছিল বনদফতরে। যার জেরে খাঁচা বসানো হয়। এরপর সেই খাঁচায় এদিন ধরা পড়ে পূর্ণ বয়স্ক একটি লেপার্ড। এই নিয়ে মথুরা চা বাগানে তিনটি লেপার্ড ধরা পড়ল। স্থানীয় বাসিন্দাদের দাবি আরও লেপার্ড রয়েছে। এই লেপার্ডটি খাঁচাবন্দি হওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে স্থানীয় বাসিন্দা ও চা শ্রমিকরা।
এ দিকে, উত্তরে চিতাবাঘ জালে এলেও বনদফতকে নাজেহাল করে ছাড়ছে বাঘিনি জিনাত। অনুমান করা হচ্ছে পুরুলিয়ার বান্দোয়ানে লুকিয়ে রয়েছে সে। তাকে ধরার জন্য একাধিক টোপ দিলেও কিছুতেই আয়ত্তে নিয়ে আসা যাচ্ছে না তাকে।