Fever: ইঁদুর জ্বরের সঙ্গে এবার এই রোগীর সংখ্যাও বাড়ছে উত্তরবঙ্গে
Fever: আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার ড. পরিতোষ মণ্ডল বলেন, জেলায় ম্যালেরিয়া ও ভাইরাল জ্বরের প্রকোপ বাড়ছে। হাসপাতালে ভর্তি হচ্ছে রোগীরা। এটি মশা বাহিত রোগ, ফলে মশারী ব্যবহার জরুরি বলে তিনি মনে করেন।

আলিপুরদুয়ার: গোটা উত্তরবঙ্গ জুড়ে জ্বরের প্রকোপ ক্রমাগত বাড়ছে। ইঁদুর-জ্বর থেকে শুরু করে স্ক্রাব টাইফাস- আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। এবার জুড়ল ম্যালেরিয়া। আলিপুরদুয়ার জেলায় ভাইরাল জ্বরে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
আলিপুরদুয়ার জেলায় ৬৯ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। ইতিমধ্যে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ২ জনকে। একদিকে জেলার প্রতিটি ব্লক হাসপাতাল, গ্ৰামীণ হাসপাতাল, আউটডোরে সকাল থেকেই ভাইরাল জ্বরে আক্রান্ত রোগীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এমনকী অনেকে ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনও আছে।
লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে ও আউটডোরে ভাইরাল জ্বরে আক্রান্ত রোগীর ভিড় বৃদ্ধি পেয়েছে। এদিকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার ড. পরিতোষ মণ্ডল বলেন, জেলায় ম্যালেরিয়া ও ভাইরাল জ্বরের প্রকোপ বাড়ছে। হাসপাতালে ভর্তি হচ্ছে রোগীরা। এটি মশা বাহিত রোগ, ফলে মশারী ব্যবহার জরুরি বলে তিনি মনে করেন।
লতাবাড়ি হাসপাতালে চিকিৎসক ড. সৌমেন জানান আবহাওয়া খামখেয়ালি হওয়ার জন্য এই জ্বর বাড়ছে। রোগীদের মধ্য লক্ষ্য করা যাচ্ছে তাপমাত্রা বেশি। রোগীদের সারা শরীর ব্যাথা সহ আরও নানা উপসর্গ লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে, রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল থেকে মঙ্গলবার চেকর মারি গ্রামের ২২ জনের রক্তের নমুনা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। বুধবার সেই রিপোর্ট আসে। দেখা যায় ৬ জনের দেহে স্ক্রাব টাইফাস সংক্রমণ ধরা পড়েছে।
