Elephant Attack: ম্যাচ দেখে আর ফেরা হল না, মৃত্যু যুবকের

Sujit Roy | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 04, 2024 | 4:57 PM

Alipurduar: জানা গিয়েছে, মঙ্গলবার চা বাগানের মুজনাইতে ফুটবল ম্যাচ ছিল। কিশোর ওই ফুটবল ম্যাচ দেখতে মুজনাই চা বাগানে গিয়েছিল। ম্যাচ শেষে সন্ধে নেমে আসলে সেখান থেকে বাড়ি ফেরার পথ ধরেন তিনি। জানা গিয়েছে, মুজনাই চা বাগানের ভিতর দিয়ে ফেরার পথে আচমকা হাতি তার উপর আক্রমণ চালায়। মেরে ফেলে তাকে।

Elephant Attack: ম্যাচ দেখে আর ফেরা হল না, মৃত্যু যুবকের
হাতির আক্রমণে মৃত্যু
Image Credit source: Tv9 Bangla

Follow Us

আলিপুরদুয়ার: বুনো হাতির তাণ্ডব। আর তার জেরেই প্রাণ হারাল এক যুবক। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মাদারিহাটে। মৃতের নাম কিশোর ওরাও। তিনি মাদারিহাটের ধুমসীপাড়ার বাসিন্দা।

জানা গিয়েছে, মঙ্গলবার চা বাগানের মুজনাইতে ফুটবল ম্যাচ ছিল। কিশোর ওই ফুটবল ম্যাচ দেখতে মুজনাই চা বাগানে গিয়েছিল। ম্যাচ শেষে সন্ধে নেমে আসলে সেখান থেকে বাড়ি ফেরার পথ ধরেন তিনি। জানা গিয়েছে, মুজনাই চা বাগানের ভিতর দিয়ে ফেরার পথে আচমকা হাতি তার উপর আক্রমণ চালায়। মেরে ফেলে তাকে। এ দিকে, রাত হয়ে যাওয়ার পরও ঘরের ছেলে বাড়িতে বেলা ঘরের ছেলে না ফেরায়, সকালে থেকে খোঁজাখুঁজি শুরু হয়।

বুধবার দুপুরে অনেক খোঁজাখুঁজির পর তার মৃতদেহ দেখতে পাওয়া যায়। চা বাগানের মাঝে পড়া অবস্থায়।খবর পেয়ে মাদারিহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “কালকে ফুটবল খেলা ছিল। সন্ধে বেলায় যখন ফিরছিল সেই সময় একটি হাতি এসে ওকে আছড়ে ফেলে। তারপরই মৃত্যু হয়।”

Next Article