Ration Scam: ‘চাল দিয়ে বলা হয় আটা পরে পাবে’, দুর্নীতির আবহে ফের রেশন নিয়ে অভিযোগ

Sujit Roy | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 10, 2023 | 9:51 AM

Ration Scam: আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের সুভাষিনি চা বাগানে রেশন বণ্টন নিয়ে এই অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে গ্ৰাহকরা রেশন দোকানের সামনে গিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হয়েছে, এমন অভিযোগও উঠেছে।

Ration Scam: চাল দিয়ে বলা হয় আটা পরে পাবে, দুর্নীতির আবহে ফের রেশন নিয়ে অভিযোগ
ক্ষোভ প্রকাশ গ্রাহকের
Image Credit source: TV9 Bangla

Follow Us

আলিপুরদুয়ার: রেশন দুর্নীতি নিয়ে যখন রাজ্য তোলপাড়, তখন রেশন বন্টন নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠল চা বলয়ে। এ মাসের রেশন, দেওয়া হয় ও মাসে, চাল দেওয়া হয় তো দেওয়া হয় না আটা! এমনই সব অভিযোগ উঠেছে আলিপুরদুয়ারের চা বাগানগুলিতে। গ্রাহকদের দাবি, প্রাপ্য রেশন পাচ্ছেন না তাঁরা। বারবার অভিযোগ জানালেও সমস্যার সমাধান হচ্ছে না বলে দাবি করেছেন গ্রাহকেরা। তবে এই অভিযোগ মানতে নারাজ রেশন ডিলাররা। তাঁদের দাবি, সময় মতোই রেশন দেওয়া হয় সবাইকে।

আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের সুভাষিনি চা বাগানে রেশন বণ্টন নিয়ে এই অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে গ্ৰাহকরা রেশন দোকানের সামনে গিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলছেন, অনেক সময় ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরও সামগ্ৰী দেওয়া হয় না গ্রাহকদের। কেউ কেউ বলছেন, গত অক্টোবর মাসের প্রাপ্য রেশন এখনও তাঁদের হাতে পৌঁছয়নি। নভেম্বরের রেশন কবে মিলবে সেটাও জানেন না গ্রাহকেরা।

অভিযোগ, কখনও কখনও চাল দিয়ে বলা হয় আটা পরে দেওয়া হবে, আবার কখনও কখনও আটা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়, চাল পরে দেওয়ার কথা বলা হয়। এই নিয়ে ডুয়ার্সের চা বলয়ে রেশন নিয়ে ক্ষোভ বাড়ছে অথচ প্রশাসন নির্বিকার।

রেশন ডিলার সোনামতি চিকবড়াইক জানান, রেশন সবাইকেই সময় মতো দেওয়া হয়। কোনও সময় দেরীতে সামগ্রী পৌঁছলে গ্রাহকদেরও পেতে দেরী হয়। উল্লেখ্য, সম্প্রতি চালকল ব্যবসায়ী বাকিবুর রহমান ও বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর সামনে এসেছে রেশন সংক্রান্ত বিস্ফোরক সব অভিযোগ। রেশনের চাল-আটা কীভাবে চড়া দামে খোলা বাজারে বিক্রি হয়েছে, সেই সব অভিযোগেই তোলপাড় রাজ্য।

Next Article