Alipurduar: অচেনা মহিলাদের ভিড়, নষ্ট হচ্ছে পরিবেশ! ভাটিখানা বন্ধের দাবি বড় বিক্ষোভ এলাকার বাসিন্দাদের

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jul 10, 2022 | 12:26 PM

Alipurduar: দ্রুত অবস্থার পরিবর্তন না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। রাস্তা অবরোধও করা হতে পারে বলে জানিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসীরা।

Alipurduar: অচেনা মহিলাদের ভিড়, নষ্ট হচ্ছে পরিবেশ! ভাটিখানা বন্ধের দাবি বড় বিক্ষোভ এলাকার বাসিন্দাদের

Follow Us

আলিপুরদুয়ার: পূর্ব বর্ধমানের বিষমদ কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। ইতিমধ্যেই এ ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। নির্দিষ্ট একটি ব্র্য়ান্ডের মদ নিয়ে শুরু হয়েছে শোরগোল। স্থানীয়দের দাবি ওই মদ খেয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন অনেকে। এদিকে এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে আলিপুরদুয়ার(Alipurduar) নর্থপয়েন্ট এলাকায় একটি ভাটিখানা(Liquor Store) বন্ধের দাবি জানাল স্থানীয় বাসিন্দারা। গতকাল গভীররাতে স্থানীয় মানুষজন ভাটিখানার সামনে বিক্ষোভে সামিল হন। স্থানীয়দের অভিযোগ এলাকায় যত্রতত্র মদের ঠেক তৈরি হয়েছে। নষ্ট হচ্ছে পরিবেশ। বাচ্চাদের উপরেও খারাপ প্রভাব পড়ছে। 

যেখানে সেখানের মদের বোতলও পড়ে থাকছে। যা নিয়ে উদ্বেগ বাড়ছিল দীর্ঘদিন থেকে। বাড়ছিল ক্ষোভ। স্থানীয় মানুষজন এ নিয়ে একাধিক বার প্রতিবাদে সামিল হলেও আখেরে কোন লাভ হয়নি।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই রাস্তা দিয়ে রাত সাত টার পর কেউ যেতে পারেন না। স্কুল পড়ুয়া কিংবা গৃহবধুরা ওই রাস্তা দিয়ে যেতে ভয় পান। পাড়ার ভেতরে মদের ভাটিখানা কেন থাকবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। অবশেষে অভিযোগ পেয়ে শনিবার রাতে অভিযান চালায় পুলিশ। ইতিমধ্যেই চারজনকে আটক করেছে পুলিশ। 

যদিও তারপরেও পরিস্থিতির কতটা উন্নতি হয় এখন সেটাই দেখার। তবে, দ্রুত অবস্থার পরিবর্তন না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। রাস্তা অবরোধও করা হতে পারে বলে জানিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসীরা। এ প্রসঙ্গে রীতিমতো উদ্বেগ প্রকাশ করে এলাকার বাসিন্দা দীনেশ বর্মণ বলেন, “পাড়ার মা-বোনেদের যাতায়াতে রীতিমতো অসুবিধা হয়। বিভিন্ন জায়গা থেকে অনেক লোক আসে। মহিলাদের নিয়ে এসে আসামাজিক কাজকর্ম হয়। রাস্তায় আমরা চলতে পারিনা। ভাটিখানার মালিককেও বলেছি। কোনও সুরাহা হয়নি। গতকাল একাধিক ২-৩ জন মহিলাকে নিয়ে এসে দোকানের সামনে মদ-বিড়ি-সিগারেট খাচ্ছিল অনেকে। তারপরই আমরা প্রতিবাদ করি। আমরা এলাকায় কোনও ভাটিখানা চাইছি না।”

Next Article