আলিপুরদুয়ার: ফের জলদাপাড়া (Jaldapara) জাতীয় উদ্যানে গণ্ডার খুনের অভিযোগ উঠল। আবারও নিথর গণ্ডারের শৃঙ্গ নিয়ে পালাল দুষ্কৃতীরা। জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতা রেঞ্জে রবিবারের ঘটনা। এদিন সকালে চিলাপাতার জঙ্গলে টহল দিতে বেরিয়েছিলেন বনকর্মীরা। তাঁরাই দেখেন, একটি গণ্ডার পড়ে রয়েছে। বনদফতরের তরফে জানানো হয়েছে, চোরাশিকারিদের হাত রয়েছে এই ঘটনার পিছনে।
বনে টহলের সময় চিলাপাতার জঙ্গলে একটি শৃঙ্গহীন স্ত্রী গণ্ডারের মৃতদেহ দেখেন বনকর্মীরা। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও দীপক এম বলেন, “চোরাশিকারিরা একটি গণ্ডার হত্যা করেছে। তারপর খড়্গ নিয়ে চম্পট দিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”
আরও পড়ুন: ‘ন্যাকা কান্না’ পছন্দ নয় মমতার, নিদান দিলেন ‘পাড়ার ঝগড়ুটে মহিলাদের এজেন্ট করে দাও’
এর আগে ৯ জানুয়ারি জলদাপাড়া জাতীয় উদ্যানে একটি গণ্ডারের মৃতদেহ উদ্ধার হয়। তবে সেবার সঙ্গীনি দখলের লড়াইয়ে গণ্ডারের মৃত্যু হয়েছিল বলে জানিয়েছিল বন দফতর। এবার চোরা শিকারিরা গণ্ডার খুন করেছে বলে মেনে নিয়েছে তারা।