AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panchayat polls 2023: আলিপুরদুয়ারে চলল গুলি, বন্ধ ভোট, অভিযোগের তির তৃণমূল প্রার্থীর স্বামীর দিকে

Panchayat polls 2023: দমনপুর নিম্নবুনিয়াদী বিদ্যালয়ের ১২/১৬৩ ও ১২/ ১৬৪ বুথে এদিন দেখা গিয়েছে এই ছবি। খোঁজ মিলছে না অভিযুক্তের।

Panchayat polls 2023: আলিপুরদুয়ারে চলল গুলি, বন্ধ ভোট, অভিযোগের তির তৃণমূল প্রার্থীর স্বামীর দিকে
আলিপুরদুয়ারে চলল গুলিImage Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Jul 08, 2023 | 10:09 PM
Share

আলিপুরদুয়ার : ভোট (Panchayat polls 2023) পর্ব শেষ হয়েই এসেছিল। তবে ভোটের লাইনে তখনও দাঁড়িয়ে বেশ কিছু ভোটার। এরইমধ্যে আচমকা চলল গুলি। ঘটনায় ব্য়াপক উত্তেজনা আলিপুরদুয়ারের ভোলারডাবড়ীতে। এলাকাবাসীদের অভিযোগ, মোট ৫ রাউন্ড গুলি চালিয়েছে তৃণমূল (Trinamool Congress) প্রার্থীর স্বামী। বন্দুক ঠেকানো হয়েছিল ভোট কর্মীদের কপালেও। ভয় দেখিয়েই চলছিল বুথ দখলের চেষ্টা। অভিযোগ, এক বাম কর্মীকেও বেধড়ক মারধর করা হয়। মুহূর্তেই বন্ধ হয়ে যায় ভোট প্রক্রিয়া। খবর পেয়ে আসে পুলিশ। 

দমনপুর নিম্নবুনিয়াদী বিদ্যালয়ের ১২/১৬৩ ও ১২/ ১৬৪ বুথে এদিন দেখা গিয়েছে এই ছবি। এদিকে যে ব্যক্তির বিরুদ্ধে এলাকাবাসীরা গুলি চালানোর অভিযোগ করছেন তার এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। অন্যদিকে ঘটনার থেকে আর ওই বুথে এখনও ভোটগ্রহণ শুরু হয়নি। ঘটনার পর থেকে তীব্র আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা।

ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার বাসিন্দা পিঙ্কি দাস বর্মন। তাঁর স্বামী সকলের সামনে গুলি চালানোর ঘটনা ঘটেছে। তিনি বলছেন, “প্রায় ৫-৬টা গুলি করেছে। রনি গুলি করেছে। ওর বউ এখানে দাঁড়িয়েছে। ওরা সব তৃণমূল করে। পুলিশের সামনেই গুলি করেছে। তাহলেই ভাবুন আমরা এখন কতটা ভয়ে রয়েছি।”