Madhyamik Exam 2023: পরীক্ষার আগের দিন সন্তানের জন্ম, প্রশাসনের উদ্যোগে হাসপাতালে বসে মাধ্যমিক দিল ছাত্রী

Kalchini: এক ছাত্রী শুক্রবার রাতে সন্তান প্রসব করে। শনিবার সে হাসপাতালে বসেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।

Madhyamik Exam 2023: পরীক্ষার আগের দিন সন্তানের জন্ম, প্রশাসনের উদ্যোগে হাসপাতালে বসে মাধ্যমিক দিল ছাত্রী
হাসপাতলের শয্যায় বসে মাধ্যমিক।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 25, 2023 | 4:13 PM

আলিপুরদুয়ার: রাজ্য জুড়ে চলছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা ঘিরে রাজ্যে নাবালিকাদের মা হওয়ার ছবি সামনে আসছে বিভিন্ন জেলায়। কোথাও মাধ্যমিক পরীক্ষা দিতে দিতে প্রসব বেদনায় কাতর ছাত্রীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তো কোথাও হাসপাতালের প্রসূতি বিভাগের শয্যায় বসেই মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছে নাবালিকা ছাত্রীকে। এ বার সেই তালিকায় জুড়ল আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ঘটনা। সেখানে এক ছাত্রী শুক্রবার রাতে সন্তান প্রসব করে। শনিবার সে হাসপাতালে বসেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। সন্তানকে কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে হল তাকে। এই সব ঘটনা দেখিয়ে দিচ্ছে রাজ্যে বাল্য বিবাহের করুণ চিত্র। প্রশাসনের উদ্যোগে সচেতনতা প্রচার চললেও তা যে পুরোপুরি বন্ধ হয়নি তা ৎফের সামনে এল।

আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বাসিন্দা ওই মাধ্যমিক পরীক্ষার্থী। শুক্রবার রাতে তাঁর প্রসব বেদনা ওঠে। এর পর পরিবারের লোকেরা তাকে ভর্তি করে লতাবাড়ি হাসপাতালে। সেখানে পুত্র সন্তানের জন্ম দেয় ওই মাধ্যমিক পরীক্ষার্থী। সেখানেই ভর্তি রয়েছে সে। শনিবারের সে যাতে মাধ্যমিক পরীক্ষা দিতে পারে সে জন্য হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করে স্থানীয় প্রশাসন। কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ হাসপাতালের মধ্যেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। হাসপাতালের শয্যায় বসেই পরীক্ষা দিয়েছে ওই ছাত্রী।

এ বিষয়ে কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ বলেছেন, “কালচিনি ব্লকের এক পরীক্ষার্থী বাচ্চার মা হয়েছেন। হাসপাতালেই ভর্তি রয়েছে। তার জন্য একটি সিঙ্গল বেডের ব্যবস্থা করা হয়েছে। সেখানে বসেই পরীক্ষা দিচ্ছে সে। কম বয়সে যাতে মা না হয়, সে জন্য আমরা প্রচার চালায়। এ ব্যাপারে আগামী দিনে আরও কড়া নজর রাখা হবে।”