Mango Tea benefits: চায়ের চুমুকে অবিকল আমের স্বাদ, আলিপুরদুয়ারের ‘ম্যাংগো টি’ কতটা স্বাস্থ্যকর জানেন, দামই বা কত?

Sujit Roy | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 24, 2024 | 7:44 PM

Mango Tea benefits: এই নতুন চা বাজারে যথেষ্ট সাড়া ফেলবে বলে আশাবাদী বাগানের ম্যানেজার চিন্ময় ধর। তিনি উল্লেখ করেন, এই চায়ে ভিটামিন, মিনারেল রয়েছে। এটি শরীরে সতেজতা বাড়িয়ে তুলতে সক্ষম। পাশাপাশি আমের স্বাদও নিতে পারবেন চা-প্রেমীরা।

Mango Tea benefits: চায়ের চুমুকে অবিকল আমের স্বাদ, আলিপুরদুয়ারের ম্যাংগো টি কতটা স্বাস্থ্যকর জানেন, দামই বা কত?
ম্যাংগো টি
Image Credit source: Meta AI

Follow Us

আলিপুরদুয়ার: গ্রিন টি, ব্লু টি অথবা পার্পল টি অনেকেই খেয়েছেন। চায়ের কাপে ভিন্ন ভিন্ন স্বাদ পেতে পছন্দ করেন অনেকেই। তবে এবার বাঙালির দুই প্রিয় জিনিসের স্বাদ মিলবে একই কাপে। মিলে যাবে আমের স্বাদ এবং চায়ের গন্ধ। মূলত পর্যটকদের কথা মাথায় রেখেই বুধবার আলিপুরদুয়ারের ‘মাঝেরডাবরি চা বাগান’ কর্তৃপক্ষ তাদের নিজস্ব টি লাউঞ্জে ‘ম্যাংগো টি’ নামে এই নতুন এই চা লঞ্চ করল।

চায়ের স্বাদ নিয়ে আগেও অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছে এই চা-বাগান কর্তৃপক্ষ। এরাই বাজারে এনেছে ব্লু টি, হোয়াইট টি, রোজ টি, গ্রিন টি, মুনলাইট টি সহ ৩৬ রকমের চা। এমনকী এই চা-বাগান কর্তৃপক্ষ চা পাতারও ফুলের পকোড়া বানিয়েও একসময় সাড়া ফেলে দিয়েছিল গোটা রাজ্যে। এবার সেই তালিকায় যুক্ত হল ম্যাংগো টি।

এই নতুন চা বাজারে যথেষ্ট সাড়া ফেলবে বলে আশাবাদী বাগানের ম্যানেজার চিন্ময় ধর। তিনি উল্লেখ করেন, এই চায়ে ভিটামিন, মিনারেল রয়েছে। এটি শরীরে সতেজতা বাড়িয়ে তুলতে সক্ষম। পাশাপাশি আমের স্বাদও নিতে পারবেন চা-প্রেমীরা। তিনি জানান, একদিকে, খবর ছড়িয়ে পড়তে বুধবারই ওই চা বাগানের নিজস্ব ‘টি লাউঞ্জে’র স্টলে ভিড় জমান বহু পর্যটক।

গ্রিন টি-তে রয়েছে ‘ইমিউনিটি বুস্টার’, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অন্যদিকে, আমে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি। অর্থাৎ এক কাপ চায়ে মিলবে যথেষ্ট ভিটামিনও। আপাতত পরীক্ষামূলকভাবে এই চা বানানো হচ্ছে। চাহিদা বাড়লে উৎপাদন বাড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

জানা গিয়েছে, এই চায়ের প্রতি ১০০ গ্রামের মূল্য ৫৫০ টাকা। বাগানের লাউঞ্জে এক কাপ ম্য়াংগো টি-র দাম ১০০ টাকা। যা পর্যটকদের নাগালের মধ্যেই রয়েছে বলেই মনে করছেন বাগানের ম্যানেজার।

Next Article