Alipurduar: পুলিশের ঘরেই ফাঁদ পাতল চোর! সোনার গয়না থেকে দামি জিনিস, ঘর ফাঁকা করে দিল এক রাতেই

Police: উল্লেখ্য, মাত্র মাস দেড়েক আগেই আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপারের দফতরে অবস্থিত সাইবার ক্রাইম থানায় ঢুকে চার দুষ্কৃতী এক মহিলা পুলিশ আধিকারিকে ধাক্কা মেরে ফেলে দেয়।

Alipurduar: পুলিশের ঘরেই ফাঁদ পাতল চোর! সোনার গয়না থেকে দামি জিনিস, ঘর ফাঁকা করে দিল এক রাতেই
মালিকের অনুপস্থিতিতে চুরি। (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 03, 2021 | 11:26 PM

আলিপুরদুয়ার: পুলিশের ঘরেই দুঃসাহসিক চুরির অভিযোগ উঠল। আলিপুরদুয়ারে (Alipurduar) এখন পুলিশের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠছে। সম্প্রতি অভিযোগ উঠেছিল, সাইবার ক্রাইম অফিসে ঢুকে চার দুষ্কৃতী এক মহিলা পুলিশ আধিকারিককে মারধর করেন। এরপর এবার খোদ আলিপুরদুয়ার থানার পুলিশ আবাসনেই এক মহিলা পুলিশ আধিকারিকের কোয়ার্টারে চুরির ঘটনা ঘটে গেল। এই ঘটনায় আলিপুরদুয়ার জেলা পুলিশের অন্দরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। আতঙ্কে রয়েছে পুলিশ আবাসনের প্রতিটি পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে আলিপুরদুয়ার থানার পুলিশ।

আলিপুরদুয়ার থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে অনিন্দিতা মজুমদার নামে জেলা পুলিশের এনফোর্সমেন্ট শাখার একজন মহিলা আধিকারিকের কোয়ার্টারে এই চুরির ঘটনা ঘটে। অনিন্দিতার স্বামী অনির্বাণ মজুমদার কালচিনি থানার ওসি পদে রয়েছেন। কর্মসূত্রে অনির্বাণ কালচিনি থানায় পুলিশ কোয়ার্টারে থাকেন। অন্যদিকে আলিপুরদুয়ার থানার কোয়ার্টারে থাকেন অনির্বাণবাবুর স্ত্রী অনিন্দিতা মজুমদার।

অনির্বাণবাবুর বাবা অনিমেষ মজুমদার সস্ত্রীক সম্প্রতি রায়গঞ্জ থেকে আলিপুরদুয়ারে ছেলের কাছে বেড়াতে যান। অনির্বাণ মজুমদারের বাবা অনিমেষ মজুমদার আলিপুরদুয়ার থানার প্রাক্তন আইসি ছিলেন। শনিবার বিকেলে অনির্বাণবাবুর স্ত্রী অনিন্দিতা শ্বশুর-শাশুড়ির সঙ্গে কালচিনি যান। শনিবার ঘর ফাঁকাই ছিল।

এদিকে শনিবার রাত থেকে টানা বৃষ্টি শুরু হয় আলিপুরদুয়ার জেলায়। সেই সুযোগে থানার কর্তব্যরত পুলিশ কর্তাদের নজর এড়িয়ে কার্যত বিনা বাধায় কোয়ার্টারে প্রবেশ করে ঘরে লুঠপাট চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। ঘরের তিনটে আলমারি ভেঙে অনিন্দিতা মজুমদারের সোনার গয়না, নগদ টাকা, ছেলের আঙুলের আংটি, জন্মদিনে দাদুর দেওয়া একটি রুপোর থালা-সহ অন্যান্য জিনিস চুরি করে চম্পট দেয় তারা।

রবিবার সকালে পরিচারিকা এসে দেখেন কোয়ার্টারে সমস্ত কিছু ওলটপালট হয়ে পড়ে রয়েছে। এরপর তিনিই আবাসনের অন্যান্যদের বিষয়টি জানান। আলিপুরদুয়ার থানা থেকে পুলিশ ছুটে আসে। খবর পেয়েই সপরিবারে আলিপুরদুয়ার পুলিশ আবাসনে ছুটে আসেন অনিন্দিতাও। ঘর ততক্ষণে ফাঁকা।

ঘটনার খবর পেয়ে অনিন্দিতা মজুমদারের কোয়ার্টারে ছুটে যান এসডিপিও দেবাশিস চক্রবর্তী। দেবাশিস চক্রবর্ত্তী জানান, অনিন্দিতা মজুমদারের কোয়ার্টারে একটি চুরির ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত লিখিত অভিযোগও করেছেন অনিন্দিতা মজুমদার। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, মাত্র মাস দেড়েক আগেই আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপারের দফতরে অবস্থিত সাইবার ক্রাইম থানায় ঢুকে চার দুষ্কৃতী এক মহিলা পুলিশ আধিকারিকে ধাক্কা মেরে ফেলে দেয়। তাঁকে মারধর করে বলে অভিযোগ ওঠে। এরপর পুলিশ আধিকারিকের কোয়ার্টারে চুরির ঘটনা। প্রশ্ন উঠছে পুলিশের নিরাপত্তা নিয়েও।

বার বার এ ভাবে মহিলা পুলিশ কর্মীকে টার্গেট করা হচ্ছে বলেও অভিযোগ তুলছেন কেউ কেউ। কেন কড়া হাতে বিষয়টি দেখা হচ্ছে না তা নিয়েও একাধিক মহলে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: Ultadanga: কল খুলতেই বেরিয়ে আসছে লাল জল! শহরে ‘জলাতঙ্ক’…