Alipurduar: বিডিও-র ধমকেও নেই হেলদোল, নিম্নমানের সামগ্রীতে পথশ্রীর রাস্তা তৈরির অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে

Sujit Roy | Edited By: জয়দীপ দাস

Oct 15, 2023 | 7:37 AM

Alipurduar: ঘটনায় শাসকদলের নাম জড়াতেই তা নিয়ে এলাকায় শুরু হয়ে গিয়ছে রাজনৈতিক চাপানউতর। গ্রামবাসী দের কাছ থেকে অভিযোগ পেয়ে শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যান কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাও। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

Alipurduar: বিডিও-র ধমকেও নেই হেলদোল, নিম্নমানের সামগ্রীতে পথশ্রীর রাস্তা তৈরির অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে
ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের মধ্যে
Image Credit source: TV-9 Bangla

Follow Us

আলিপুরদুয়ার: রাস্তার দাবি ছিল অনেকদিনের। অবশেষে পথশ্রী প্রকল্পের হাতে ধরে শুরু হয়েছে রাস্তা তৈরির কাজ। কিন্তু, গ্রামবাসীদের অভিযোগ অতি নিম্নমানের সামগ্রী দিয়ে গোটা রাস্তা তৈরি করছিল ঠিকাদার। বিডিওকে বলায় কাজ হয়। ওই সামাগ্রী তুলে নেওয়ার নির্দেশ দেন তিনি। কিন্তু, তারপরেও তাঁর কথায় কর্ণপাত না করে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। এমনকী তাঁর কাজ আবার দাঁড়িয়ে থেকে তদারকি করার অভিযোগ উঠেছে অঞ্চল তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে। তাতেই ক্ষোভে ফুঁসছেন গ্রামের বাসিন্দারা। ঘটনা আলিপুরদুয়ারের ভলকা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

সূত্রের খবর, প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয় করে এখানেই তৈরি করা হচ্ছে প্রায় ৩ কিলোমিটার রাস্তা। যা নিয়েই গোলযোগ। গ্রামবাসীরা জানাচ্ছেন বিডিও মিহির কর্মকার নিজে এসে কাজ তদারকি করে গিয়েছেন। তাঁদের অভিযোগ পাওয়ার পর নিম্নমানের সামগ্রী সরিয়ে ভাল সামগ্রী দিয়ে কাজ করতে বলেন তিনি। কিন্তু, তাতেও হয়নি কাজ। উল্টে সংশ্লিষ্ট ঠিকাদারের কাজ আবার নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করার অভিযোগ উঠেছে খোদ তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান ভিক্টর রায়ের বিরুদ্ধে। গ্রামবাসীরা জানাচ্ছেন পুরো বিষয়টির দেখভাল করছেন তিনি নিজেই।

ঘটনায় শাসকদলের নাম জড়াতেই তা নিয়ে এলাকায় শুরু হয়ে গিয়ছে রাজনৈতিক চাপানউতর। গ্রামবাসী দের কাছ থেকে অভিযোগ পেয়ে শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যান কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাও। তিনি আবার দ্রুত ঘটনা নিয়ে পঞ্চায়েত মন্ত্রীকে চিঠি লিখবেন বলে জানিয়েছেন। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন ভিক্টরবাবু। তাঁর সাফ দাবি, কাজ ঠিকই হচ্ছে। কোনও সমস্যা নেই। কিন্তু, গ্রামবাসীদের প্রশ্ন, কাজ করছেন ঠিকাদার। সেখানে কী করছেন তৃণমূলের অঞ্চল সভাপতি? 

Next Article