আলিপুরদুয়ার: প্রার্থী বাছাইকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলার অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে আলিপুরদুয়ারের বিবেকানন্দ-২ অঞ্চল। অভিযোগ, তৃণমূলের কার্যালয়ে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বাধে। পরিস্থিতি সামলাতে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছয় এলাকায়। শাসকদলের প্রার্থী বাছাই নিয়ে গন্ডগোল কিছুতেই থামছে না আলিপুরদুয়ারে (Alipurduar)। কালচিনি, জয়গাঁও-এর পর আলিপুরদুয়ার-১ ব্লক, সর্বত্রই একই চিত্র উঠে আসছে। এই দ্বন্দ্বের কাঁটায় তৃণমূল এখনও এ জেলায় মনোনয়নই দাখিল করে উঠতে পারেনি।
এরইমধ্যে সোমবার রাতে আলিপুরদুয়ার-১ ব্লকের বিবেকানন্দ-২ অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক গোলমাল শুরু হয় বলে অভিযোগ। সোমবার রাতে বিবেকানন্দ-২ অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পঞ্চায়েত নির্বাচনে এলাকার প্রার্থী বাছাই নিয়ে আলোচনা ছিল। অভিযোগ, এর কিছুক্ষণ পরই অঞ্চল সভাপতি সুকান্ত দে দলবল নিয়ে ওই কার্যালয়ে প্রবেশ করেন। আচমকাই কার্যালয়ে থাকা অন্যান্য তৃণমূল কর্মীদের উপর হামলা চালানো হয়। ভেঙে ফেলা হয় কার্যালয়ের বহু চেয়ার, খুলে ফেলা হয় দলীয় পতাকা। এমনকী মহিলা তৃণমূল কর্মীদের উপর আক্রমণ হয় বলেও অভিযোগ।
এরপরই দু’পক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। ছিলেন আলিপুরদুয়ার থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্যও। পুলিশ হস্তক্ষেপে ঝামেলা নিয়ন্ত্রণে আসে। এরপরই কার্যালয়ে তালা দিয়ে দেন এলাকার বাসিন্দারা। যদিও এই অভিযোগ নিয়ে অঞ্চল সভাপতি সুকান্ত দের বক্তব্য পাওয়া যায়নি। তবে দলের জেলা সভাপতি প্রকাশচিক বড়াইক বলেন, “এখনও দল প্রার্থীর নাম ঘোষণা হয়নি। কে কোন বুথের প্রার্থী হচ্ছে, সবই এখনও অনুমোদনের অপেক্ষায়। অঞ্চল সভাপতিদের নিয়ে আলোচনা করে প্রার্থী ঠিক করা হয়েছে। প্রার্থী নিয়ে ক্ষোভ বিক্ষোভ থাকবেই। তবে সেটা দেখা হচ্ছে।” একইসঙ্গে তিনি জানান, মঙ্গলবার থেকেই তৃণমূলের প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন।