AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Army car in Alipurduar: সামনের কাচে বড়-বড় করে লেখা ‘ARMY’, তার ভিতর থেকেই বেরল এইসব

Alipurduar: মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের অধিনস্থ নর্থ রায়ডাক রেঞ্জের রেঞ্জ অফিসার শ্যামল মণ্ডলের নেতৃত্বে মারাখাতা বিটের কাছে লালচাঁদ পুর এলাকায় ওঁত পাতেন বন কর্মীরা।

Army car in Alipurduar: সামনের কাচে বড়-বড় করে লেখা 'ARMY', তার ভিতর থেকেই বেরল এইসব
সেনাবাহিনীর গাড়িতে নাকি এইসবImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 20, 2025 | 8:03 PM
Share

আলিপুরদুয়ার: চা বাগানের ভিতর থেকে আসছিল সেনাবাহিনীর গাড়ি। অন্তত সেই গাড়ির উইন্ডে স্ক্রিনে লেখা ছিল ‘ARMY’। তবে বন দফতরের আধিকারিকরা সবটাই চিনতে পারেন। আর তারপরই রুখলেন সেনার গাড়ি। ভিতর থেকে কী উদ্ধার হল জানেন? বন দফতর সূত্রে খবর, সেনাবাহিনীর স্টিকার লাগানো ট্রাকে করে কাঠ পাচারের ছক কষেছিল কাঠ মাফিয়ারা। কিন্তু বন দফতরের তাৎপরতায় ভেস্তে যায় সেই পাচার।

মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের অধিনস্থ নর্থ রায়ডাক রেঞ্জের রেঞ্জ অফিসার শ্যামল মণ্ডলের নেতৃত্বে মারাখাতা বিটের কাছে লালচাঁদ পুর এলাকায় ওঁত পাতেন বন কর্মীরা। রাত দুটো চল্লিশ নাগাদ রায়ডাক চা বাগানের দিক থেকে একটি ট্রাক আসতে দেখেন। সেটিকে থামান বন কর্মীরা। সেটি থামানোর পর দেখা যায় ট্রাকের উইন্ডস্ক্রিনে অন ডিউটি আর্মি লেখা স্টিকার লাগানো। তবে ওই ট্রাকটি যে ভুয়ো তা বলার অপেক্ষা রাখে না।

বন কর্মীরা গাড়িটি তল্লাশি করতে গেলে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যান চালক।এরপর গাড়িটি তল্লাশি করতেই বেরিয়ে আসে বেশ কয়েকটি বড় বড় সেগুন গাছের লগ। এরপর গাড়িটি বাজেয়াপ্ত করে রেঞ্জ অফিসে নিয়ে যায় বন দফতর। ঘটনাটি নিয়ে শামুকতলা থানায় অভিযোগ দায়ের করেছে বন দফতর। বাজেয়াপ্ত কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা।