দুর্গাপুর: কাঁকসায় ভূমি রাজস্ব দফতরের অভিযান। সেই অভিযানে নেমে অবৈধ মাটি কাটার মেশিন, মাটি বোঝাই ট্রাক্টর, ডাম্পার বাজেয়াপ্ত করা হল। অতি ভারী বৃষ্টির ফলে এলাকার বেশিরভাগই অংশে জল জমে রয়েছে। প্রশাসনের আধিকারিকরা ব্যস্ত সেই বানভাসি এলাকায় ত্রাণের ব্যবস্থায়। অভিযোগ, এই সুযোগকে কাজে লাগাচ্ছে একদল অসাধু ব্যক্তি।
কাঁকসার একদিকে যেমন দামোদর নদ, অন্যদিকে অজয়। এই নদের ধার থেকে বালি চুরির অভিযোগ নতুন নয়। এরসঙ্গে আবার মাটি পাচারের অভিযোগও ওঠে প্রায়শই। সম্প্রতি অভিযোগ ওঠে, অবৈধভাবে মাটি পাচার চলছে কাঁকসার গোপালপুর পঞ্চায়েত এলাকায়। গোপালপুর পঞ্চায়েতের প্রধানের কাছে এই অভিযোগও যায়। গোপালপুর পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মোহান্তি বিষয়টি কাঁকসা ভূমি রাজস্ব দফতরে জানান।
এরপরই কাঁকসা ভূমি রাজস্ব দফতরের আধিকারিক মঞ্জু কাঞ্জিলালের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। কাঁকসার ভূমি রাজস্ব দফতরের আধিকারিক মৃণালকান্তি বাস্কে বলেন, “গত সাতদিন ধরে এই অভিযান চলছে। দিন দুয়েক আগে একটি জেসিবি সমেত তিনটি মাটির ট্রাক্টর, বালি উদ্ধার করা হয়। আজও ভোর সাড়ে পাঁচটায় একটি মোরামের গাড়ি ধরা হয়েছে। অভিযান চলবেই। বীরভূমের দিক দিয়ে আজকের গাড়িটি এসেছে বললেন চালক। বৈধ কাগজপত্র ছিল না গাড়ির। তাই আটক করেছি।”