Arjun Singh: অর্জুন সিংকে থানায় তলব! ‘পুলিশের উপর ভরসা নেই, খুন করিয়ে দিতে পারে’, বিস্ফোরক BJP নেতা
Arjun Singh: শুক্রবার আবার নতুন করে তলব করা হল প্রাক্তন সাংসদকে। তবে ব্যক্তিগত কাজে রাজ্যের বাইরে রয়েছেন বলে জানিয়েছেন অর্জুন।

ব্যারাকপুর: অর্জুনের হাজিরা দেওয়ার কথা ছিল গতকাল। বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ প্রাক্তন সাংসদকে একটি তলব নোটিসও পাঠিয়েছিল জগদ্দল থানা। নোটিসে বলা হয়েছিল, সকাল ১০ টায় থানায় উপস্থিত হতে হবে তাঁকে। কিন্তু পাল্টা অর্জুন জানিয়ে দিয়েছিলেন, এমন ভাবে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।
অতঃপর, বিকাল বিকাল করেই দল বেঁধে অর্জুনের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। টানা এক ঘণ্টা চলে জিজ্ঞাসাবাদ। জগদ্দল গুলি-বোমা-কাণ্ডেই এমন বিপাকে পড়েছেন প্রাক্তন সাংসদ। তাঁর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম।
গতকালের জিজ্ঞাসাবাদের পর আজ আবার বিজেপি নেতাকে তলব করল জগদ্দল থানা। পুলিশ সূত্রে খবর, দুপুর দু’টো নাগাদ প্রাক্তন সাংসদকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। এর আগের তলবটা ‘দলের কাজ রয়েছে’ বলে এড়িয়ে গিয়েছিলেন অর্জুন। তার পরিণামও অবশ্য তিনি দেখেছেন। পুলিশবাহিনী নিয়ে বাড়িতে এসে হাজির হয়েছিলেন থানার ওসি মধুসূদন মণ্ডল।
শুক্রবার আবার নতুন করে তলব করা হল প্রাক্তন সাংসদকে। তবে ব্যক্তিগত কাজে রাজ্যের বাইরে রয়েছেন বলে জানিয়েছেন অর্জুন। তাঁর কথায়, ‘পুলিশ যখনই ডাকবে, তখনই আমাকে যেতে হবে এমনটা নয়। ওদের কোনও কাজ নেই, আমার তো রয়েছে। আমার সময় মতো আমি যাব। আপাতত দলের কাজে বাইরে রয়েছি।’
তাঁর সংযোজন, ‘আমি যথারীতি ওদের জানিয়ে দিয়েছি, আমার সঙ্গে জেড ক্যাটাগরি নিরাপত্তারক্ষী থাকে। CISF-এর ছাড়পত্র ছাড়া আমি কোথাও যাই না। এরপরও কীভাবে আমাকে বারংবার তলব করতে পারে।’
এদিন নিজের নিরাপত্তা নিয়েও সংশয় প্রকাশ করে অর্জুন বলেন, ‘আমি চিঠিতে আগেই বলেছি, নিরাপত্তার ব্যাপারে যতক্ষণ না নিশ্চিত করছে, ততক্ষণ আমি যাব না। পুলিশের উপরে আমার কোনও ভরসা নেই, পুলিশই তো আমার খুন করাবে। এখানে মণিশ শুক্লাকেও তো এই ভাবে খুন করিয়ে দেওয়া হয়েছিল। থানায় যাওয়ার আগে আমাকে পুরো নিরাপত্তা দিতে হবে। কাল তো ওরা এসেছিল। জিজ্ঞাসাবাদও করেছে। তারপর তো আর ডাকার কিছু নেই।’





