‘বেশ করেছি গুলি চালিয়েছি’, বাগদা কাণ্ডে ভরা আদালতে বিস্ফোরক মন্তব্য সাব ইন্সপেক্টরের

ঋদ্ধীশ দত্ত |

Apr 23, 2021 | 10:38 PM

আইনজীবীদের অভিযোগ, তিনি বলেন যে প্রয়োজনে আদালতের ভিতরেই গুলি চালাবেন। যা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বনগাঁ আদালত চত্বর। পুলিশের সাব ইন্সপেক্টরকে তীব্র ভর্ৎসনা করেন বিচারক।

বেশ করেছি গুলি চালিয়েছি, বাগদা কাণ্ডে ভরা আদালতে বিস্ফোরক মন্তব্য সাব ইন্সপেক্টরের
নিজস্ব চিত্র

Follow Us

উত্তর ২৪ পরগনা: ভোট-ষষ্ঠীতে গ্রামবাসীদের লক্ষ্য করে পুলিশের গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল বাগদা। সেই ঘটনার জল এ বার গড়াল আদলতে। সূত্রের খবর, এ দিন আদালতে সেই সংক্রান্ত এই মামলা চলাকালীন বিস্ফোরক মন্তব্য করেন বাগদা থানার এসআই। আইনজীবীদের অভিযোগ, তিনি বলেন যে প্রয়োজনে আদালতের ভিতরেই গুলি চালাবেন। যা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বনগাঁ আদালত চত্বর। পুলিশের সাব ইন্সপেক্টরকে তীব্র ভর্ৎসনা করেন বিচারক।

বাগদায় পুলিশের ছোড়া গুলিতে গতকাল গুলিবিদ্ধ হন দুই গ্রামবাসী। অভিযোগ, এরপর আহতদের পরিবারের সদস্যদের আটক করে পুলিশ। শুক্রবার তাঁদের আদালতে তোলা হলে এক আইনজীবী বাগদা থানার সাব ইন্সপেক্টর আসাদুর রহমানকে প্রশ্ন করেন, “আপনি নিরীহ লোকদের উপর কেন গুলি চালালেন?” এই প্রশ্ন শুনে এসআই বলেন, “বেশ করেছি গুলি চালিয়েছি। প্রয়োজনে আদালতেও গুলি চালাব।” এমনটাই অভিযোগ আইনজীবীদের। এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন আইনজীবীরা।

আরও পড়ুুন: আত্মরক্ষার স্বার্থেই বাগদায় তিন রাউন্ড গুলি, দাবি পুলিশ সূত্রে

এই ঘটনার প্রেক্ষিতে ওই পুলিশ আধিকারিকের নামে আদালতে মামলা করেন আইনজীবীরা। মামলা গৃহীত হল আদালতে। ওই পুলিশ আধিকারিককে গ্রেফতার করার দাবিও তুলতে থাকেন আইনজীবীরা। গোটা ঘটনার জেরে আদালতের বিচারকের ভর্ৎসনার মুখে পড়তে হয় ওই সাব ইন্সপেক্টরকে। তবে ব্যক্তিগত ১০০০ টাকার বন্ডে এ দিনই জামিন পেয়ে যান তিনি। এই মামলার পরবর্তী মামলায় তাঁকে আদালতে হাজিরা দিতে হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: বাগদায় চলল গুলি, অভিযোগ এ বার পুলিশের বিরুদ্ধে, আহত দুই গ্রামবাসী

Next Article