হুগলি: কয়েক বছর আগে পর্যন্ত সকাল হলে রিক্সা নিয়ে রুটি খোঁজে বেরোতেন তিনি। এ বার সেই মানুষটিই সকাল হলে যাবেন রাজ্যের বিধানসভায়। নির্বাচন কমিশন সূত্রে খবর, হুগলির বলাগড় কেন্দ্রে ইতিমধ্যেই জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া শেষ খবর অনুযায়ী, প্রায় আট হাজার ভোটে এগিয়ে রয়েছেন মনোরঞ্জন। তাঁর জয়ও কার্যত সাফ হয়ে গিয়েছে।
বিজেপির সুভাষ চন্দ্র হালদার এবং সিপিএমের মহামায়া মণ্ডলের বিরুদ্ধে লড়তে নেমেছিলেন। যদিও এই দুই প্রার্থীর তুলনায় মানুষ বেছে নিয়েছেন ছাপোষা মনোরঞ্জনকেই। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী, তৃতীয় স্থানে রয়েছেন সংযুক্ত মোর্চা প্রার্থী।
গত কয়েক মাসের মধ্যেই জীবনটা একেবারে পালটে গিয়েছে মনোরঞ্জনের। রিক্সায় উঠে তাঁকে জহুরির চোখ দিয়ে চিনেছিলেন মহাশ্বেতা দেবী। তাঁর লেখার গুণ নজর টেনেছিল রাজ্যের শিল্পী মহলের। গত কয়েক বছরে প্রচারের আলো পেলেও তাঁর পা ছিল সর্বদা মাটিতে ঠেকে। রিক্সার সঙ্গে সম্পর্কে ত্যাগ করেননি তিনি। এমনকি, রিক্সা চালিয়েই মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন মনোরঞ্জন। তিনিই সহজে জয়লাভ করলেন বলাগড়ে।
আরও পড়ুন: Singur Assembly Election Result 2021: মমতার মুঠোয় সিঙ্গুর, রবীন্দ্রনাথকে হেলায় হারালেন বেচারাম
যদিও গত লোকসভা ভোটের হিসেবে এই বলাগড়ে ৩৪ হাজার ভোটে এগিয়ে ছিল বিজেপি। ফলে চাপা একটা উৎকণ্ঠা ছিলই তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। কিন্তু, ভোটগণনা শুরু হতেই দেখা যায়, একের পর এক বিধানসভায় এগিয়ে চলেছে তৃণমূল। কার্যত সবুজ ঝড় বইতে দেখা যায় বাংলায়। সেই মতো বলাগড়ও ঢেকে গিয়ে গেরুয়া ঝড়ে।