Road Accident: কম্পিউটার ক্লাসে গিয়েছিল ১৭ বছরের শ্রাবন্তী, কিন্তু রাস্তাতেই যা ঘটল তা দেখে শিউরে উঠল গোটা গ্রাম

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

May 31, 2024 | 1:32 PM

Road Accident: কম্পিউটার ক্লাস করে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু কিশোরীর। রাস্তায় মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ উত্তেজিত জনতার। ছুটে আসে পুলিশ। লাঠিচার্জ করে হটিয়ে দেওয়া হয় অবরোধকারীদের।

Road Accident: কম্পিউটার ক্লাসে গিয়েছিল ১৭ বছরের শ্রাবন্তী, কিন্তু রাস্তাতেই যা ঘটল তা দেখে শিউরে উঠল গোটা গ্রাম
ব্যাপক উত্তেজনা এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

জয়পুর: কম্পিউটার ক্লাস করে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় কিশোরীর মৃত্যু। ব্যাপক উত্তেজনা ছড়াল বাঁকুড়ার জয়পুর থানার চাতরা মোড় এলাকায়। কিশোরীর পরিবারকে ক্ষতিপূরণ ও এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবিতে রাস্তায় কিশোরীর মৃতদেহ ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। প্রশাসনের তরফে বারবারে আশ্বাস দেওয়ার পরেও অবরোধ না ওঠায় শেষ পর্যন্ত লাঠিচার্জ করে অবরোধ তোলে পুলিশ। 

ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। বিষ্ণুপুরের দিক থেকে সাইকেলে চড়ে পান্না গ্রামের বছর সতেরোর শ্রাবন্তী মণ্ডল কম্পিউটার ক্লাস থেকে বাড়িতে ফিরছিল। জয়পুর থানার চাতরা মোড়ের কাছে আচমকাই উল্টো দিক থেকে যাওয়া একটি লরি তাকে পিষে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। মৃতার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি ওঠে। একইসঙ্গে এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবি তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। 

ছাত্রীর মৃতদেহ কোতুলপুর বিষ্ণুপুর রাস্তায় ফেলে রেখে চল অবরোধ। বিক্ষোভ চলে প্রায় ২ ঘন্টা। এদিকে ততক্ষণে খবর চলে গিয়েছে পুলিশের কাছে। পুলিশ ও প্রশাসনের তরফে বারবার অবরোধ তোলার অনুরোধ করা হলেও নিজেদের অবস্থানে অনড় থাকেন আন্দোলনকারীরা। শেষে মাঠে নামে র‌্যাফ। লাঠিচার্জ করে হটিয়ে দেওয়া হয় অবরোধকারীদের। ঘটনায় এখনও চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।