বাঁকুড়া: জমির দখল ঘিরে উত্তপ্ত এলাকা। দু’পক্ষের সংঘর্ষের জেরে জখম হলেন পাঁচ জন। আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার সোনারডাঙ্গায়। আহতদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগ তুলে দ্বারস্থ হয় বিষ্ণুপুর থানার।
ঝামেলার সূত্রপাত বিষ্ণুপুর থানার সোনারডাঙা এলাকায় থাকা তিন বিঘে জমি নিয়ে। এই জমির জন্য মুক্তার মল্লিকের পরিবারের সঙ্গে দীর্ঘদিনের বিবাদ ছিল লাউবাগান গ্রামের বাসিন্দা মুজিবর মল্লিক ও আলাউদ্দিন মল্লিকের পরিবারের। জানা গিয়েছে, গত বেশ কয়েকবছর ধরে মুক্তার মল্লিক ওই তিন বিঘে জমিতে চাষাবাদ করে আসছেন।
রবিবার সকালে মুজিবর মল্লিক ও আলাউদ্দিন মল্লিকের পরিবার ওই জমির দখল নিতে গেলে দু’পক্ষের মধ্যে বচসা বাধে। সেই বচসা পরবর্তীতে সংঘর্ষের চেহারা নেয়। অভিযোগ সংঘর্ষের সময় একপক্ষ অপরপক্ষের উপর চড়াও হয়ে লাঠি ও কাটারি দিয়ে আঘাত করতে থাকে। ঘটনায় দুপক্ষের মোট পাঁচ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
মুক্তার মল্লিক বলেন, “আমি দীর্ঘদিন ধরেই চাষ করি। আমার জমি বাবার আমল থেকে চাষ হচ্ছে। এখন ওরা বলছে আমার জমি। মাঠে তখন একা ছিলাম সেই সময় বাঁশ-কাটারি নিয়ে হামলা চালানো হয়েছে।
” অপরদিকে, মুজিবুর মল্লিক বলেন, “আমাদের জায়গায় চাষ করতে গিয়েছি। আমাদের মারধর করেছে। এতদিন ধরে গায়ের জোরে চাষ করছে। আমরা যেই বলেছি কাগজপত্র দেখাতে তখন আমাদের মারধর করেছে।”