বাঁকুড়া : ভর সন্ধ্যায় বাঁকুড়া (Bankura) শহরের অভিজাত এলাকার ব্যস্ত রাস্তায় বাইক আরোহীর গলার নলি কেটে খুন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল প্রতাপবাগান এলাকায়। অন্যতম ব্যস্ত সড়কে গলার নলি কেটে বাইক আরোহী এক যুবককে খুনের ঘটনা ঘটল শুক্রবার। জানা গিয়েছে, মৃত যুবকের নাম শেখ আমন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছেছে বাঁকুড়া সদর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় একটি দামী বাইকে করে জুনবেদিয়া এলাকা থেকে প্রতাপবাগানের রাস্তা ধরে কলেজ রোডের দিকে যাচ্ছিলেন মাচানতলা এলাকার বাসিন্দা শেখ আমন। অভিযোগ, ওই বাইকটিকে ফলো করে এলআইসি কোয়ার্টার চত্বর পর্যন্ত যান আততায়ীরা। এলআইসি কোয়ার্টার লাগোয়া প্রতাপবাগানের মূল রাস্তায় চলন্ত বাইকটিকে ধাক্কা দিয়ে আমনকে ফেলে দেওয়া হয় বলে দাবি পুলিশের।
ফেলে দেওয়ার পর ছুরি দিয়ে আমনের গলার নলি কেটে খুন করা হয় বলে অবিযোগ। বাইকে চড়েই পালিয়ে যায় আততায়ীরা। খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গুরুতর আহত অবস্থায় যুবককে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বাঁকুড়া শহরের যে এলাকায় যুবকের গলার নলি কাটা হয়েছে, সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে বাঁকুড়া সদর থানার আইসি-র আবাসন। রাস্তাটিও যথেষ্ট ব্যস্ত। এমন একটি ব্যস্ত সড়কে ভরসন্ধ্যায় এমন খুনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাঁকুড়া শহর জুড়ে। ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।