100 Days Work: ভুল বুঝিয়ে জব কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে, বিক্ষোভে উত্তাল গ্রাম

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 23, 2022 | 5:23 PM

Bankura: বাঁকুড়ার মেজিয়া ব্লকের বানজোড়া গ্রাম পঞ্চায়েতে একশো দিনের কাজ হয়েছিল চলতি বছরের গোড়ার দিকে। নিয়ম অনুযায়ী কাজ চলার সময়ই সেই কাজের তথ্য কর্মরত শ্রমিকদের জব কার্ডে লিখে দেওয়ার কথা গ্রাম পঞ্চায়েত ও দায়িত্ব প্রাপ্ত সুপার ভাইজারের।

100 Days Work: ভুল বুঝিয়ে জব কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে, বিক্ষোভে উত্তাল গ্রাম
বিক্ষোভ দেখাচ্ছেন সকলে (নিজস্ব ছবি)

Follow Us

বাঁকুড়া: সোমবার বাঁকুড়ায় পৌঁছেছে কেন্দ্রীয় আধিকারিকদের দল। একশো দিনের কাজ, গ্রামীণ সড়ক যোজনা ও আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে এসেছেন তাঁরা। সেই দলের সফরের মাঝেই একশো দিনের কাজে বড়সড় বেনিয়মের অভিযোগ উঠে এল বাঁকুড়ার মেজিয়া ব্লকের বানজোড়া গ্রাম পঞ্চায়েতে। ভুল বুঝিয়ে তাঁদের জব কার্ড কেড়ে নেওয়া হয়েছে এই অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখান স্থানীয় শ্রমিকরা। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

বাঁকুড়ার মেজিয়া ব্লকের বানজোড়া গ্রাম পঞ্চায়েতে একশো দিনের কাজ হয়েছিল চলতি বছরের গোড়ার দিকে। নিয়ম অনুযায়ী কাজ চলার সময়ই সেই কাজের তথ্য কর্মরত শ্রমিকদের জব কার্ডে লিখে দেওয়ার কথা গ্রাম পঞ্চায়েত ও দায়িত্ব প্রাপ্ত সুপার ভাইজারের। অভিযোগ, সেই কাজ চলার সময় কাজ না করে মাস খানেক আগে স্থানীয় সুপারভাইজার জব কার্ড পুনর্নবীকরণের অজুহাতে শ্রমিকদের কাছ থেকে নিয়ে নেয়।

এরপর বারবার সুপারভাইজারের কাছে জব কার্ডগুলি চাওয়া হলেও অভিযোগ তা শ্রমিকদের ফেরত দেননি ওই সুপারভাইজার। অবিলম্বে জব কার্ডগুলি ফেরত দেওয়ার দাবিতে মঙ্গলবার বানজোড়া গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় শ্রমিকরা। অবিলম্বে জব কার্ডগুলি ফেরত না দিলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ কার্যত স্বীকার করে নিয়ে অভিযুক্ত সুপারভাইজারের দাবি গ্রাম পঞ্চায়েতের নির্দেশেই তিনি ওই কাজ করেছেন। তবে গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি বিষয়টি তাঁর জানা নেই। গ্রাম পঞ্চায়েতের এই বেনিয়ম নিয়ে সরব হয়েছেন স্থানীয় শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি। ওই গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় আধিকারিক দলের সেখানে যাওয়া প্রয়োজন বলেও দাবিও করেন তিনি। অপরদিকে আবার তৃণমূল নেতৃত্বের দাবি বেনিয়মের এই অভিযোগ ভিত্তিহীন। পুরোটাই চক্রান্ত এমনটাই বলছেন তাঁরা।

Next Article