Bankura: হাসপাতালে ছুটির দিনই রক্তারক্তি কাণ্ড! বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মীর বিরুদ্ধে ‘দাদাগিরির’ অভিযোগ

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

Jul 23, 2024 | 2:13 PM

Bankura: হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাঁকুড়ার তালডাংরা ব্লকের একাদশ শ্রেণির এক ছাত্রী বমি, পায়খানা সহ বিভিন্ন উপসর্গ নিয়ে দু’দিন আগে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়। তবে ধীরে ধীরে সে সুস্থ হয়ে ওঠে। এদিন তাকে ছুটি দেওয়ারও কথা ছিল। কিন্তু ছুটির সময়েই বাধে বিপত্তি।

Bankura: হাসপাতালে ছুটির দিনই রক্তারক্তি কাণ্ড! বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মীর বিরুদ্ধে ‘দাদাগিরির’ অভিযোগ
শোরগোল এলাকায়

Follow Us

বাঁকুঁড়া: হাসপাতালের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠল বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। রোগীর পরিজনদের দাবি, হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রথমে হাসপাতালের কর্মীদের সঙ্গে বচসা বাধে রোগীর পরিজনদের। সেই বচসার জেরেই রোগীর পরিজনদের মারধর,  হেনস্থা এমনকি রোগীর এক মহিলা পরিজনকে মারধর করারও অভিযোগ ওঠে হাসপাতালের ওই অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। গোটা ঘটনার বিচার চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন রোগীর পরিজনেরা। বিষয়টি নিয়ে দ্রুত তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন হাসপাতালের সুপার। 

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাঁকুড়ার তালডাংরা ব্লকের একাদশ শ্রেণির এক ছাত্রী বমি, পায়খানা সহ বিভিন্ন উপসর্গ নিয়ে দু’দিন আগে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়। তবে ধীরে ধীরে সে সুস্থ হয়ে ওঠে। এদিন তাকে ছুটি দেওয়ারও কথা ছিল। ছুটি দেওয়ার আগে ওই ছাত্রীর হাত থেকে স্যালাইন খোলা হলে স্যালাইনের ক্ষত থেকে রক্ত বেরোতে শুরু করে। বিষয়টি হাসপাতালের  চিকিৎসারত নার্সদের নজরে আনলে নার্স ও হাসপাতালের কর্মীদের সঙ্গে বচসা বাধে রোগীর পরিজনদের। এই সময়ই হাসপাতালের এক অস্থায়ী কর্মী ঘটনাস্থলে হাজির হয়ে রোগীর পরিজনদের সঙ্গে থাকা জিনিসপত্র ছুঁড়ে ফেলার পাশাপাশি রোগীর পরিজনদের ধাক্কা দেয় বলে অভিযোগ। ধাক্কাধাক্কি করা হয় রোগীর মাকেও। 

এরপরই বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান রোগীর পরিবারের সদস্যরা। অভিযোগ হাতে পাওয়ার পর হাসপাতালের সুপার শুভঙ্কর কয়াল জানান, ঘটনার দ্রুত তদন্ত করা হবে। রিপোর্ট দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। দোষ প্রমাণ হলে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।

Next Article