বাঁকুড়া: ইভটিজারকে ধরেছিল পুলিশ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের ছেড়ে দেয় বলে অভিযোগ। তারই প্রতিবাদে পথ অবরোধ করেন গ্রামবাসীরা। সেই অবরোধকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার ছাতনা ব্লকের খড়বনায়। ছাতনা ব্লকের শুয়ারাবাঁকড়া গ্রাম থেকে দুই ছাত্রী সাইকেল নিয়ে খড়বনা গ্রামে টিউশনি পড়তে যাচ্ছিল। খড়বনা যাওয়ার রাস্তা জঙ্গলঘেরা। অভিযোগ, সেই পথে ৬ জন যুবক দাঁড়িয়েছিল।
জোর করে তাঁরা ওই দুই ছাত্রীর ছবি তুলতে থাকে। অভিযোগ, আপত্তি জানিয়ে দুই ছাত্রী প্রতিবাদ করায় তাঁদের জামা ধরে টানাটানি পর্যন্ত করে অভিযুক্তরা। খবর পৌঁছয় গ্রামে। গ্রামবাসীরা এসে দুই যুবককে ধরেও ফেলে। পুলিশও আসে ততক্ষণে।
গ্রামবাসীর অভিযোগ, পুলিশ এলে তাদের হাতে অভিযুক্ত দুই যুবককে তুলে দেওয়া হয়। কিন্তু পুলিশ লিখিত অভিযোগ না থাকার যুক্তি দেখিয়ে দু’জনকে ছেড়ে দেয় বলে গ্রামবাসীর দাবি। এরপরই প্রতিবাদে গর্জে ওঠেন গ্রামের লোকজন।
পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাঁকুড়া পুরুলিয়া রাস্তার উপর খড়বনা মোড়ের কাছে পথ অবরোধ করে স্থানীয় শুয়ারাবাঁকড়া গ্রামের মানুষ। বেশ কিছুক্ষণ ধরে অবরোধ চলার পর ছাতনা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তারাই অবস্থান হঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। অবরোধ উঠে গেলেও এলাকায় চাপা উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
এক ছাত্রীর মা বলেন, “মদ খেয়ে কতগুলি ছেলে এসে ফটো তুলছে, জামা ধরে টানাটানি করছে। এরপরই মেয়ে বাড়িতে ফোন করে। তার পর বাড়ির লোকেরা ছুটে যায়। পুলিশকে জানিয়েছি। অথচ পুলিশ এসে কিছুই করল না। উল্টে ওদের ছেড়ে দিল।”