AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: মাইক বাজিয়ে স্কুলেই চলল ‘আমাদের পাড়া আমাদের সমাধানের’ শিবির, বিতর্ক রাজনৈতিক আঙিনায়

Amader Para Camp: বাঁকুড়ার খাতড়া ব্লকের ধানাড়া গ্রাম পঞ্চায়েতের চাকা নির্মলানন্দ হাইস্কুলে এদিন স্থানীয় ১০৭, ১১৪ ও ১১২ নম্বর বুথের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শিবির আয়োজন করে স্থানীয় ব্লক প্রশাসন। স্কুলকে আগাম জানিয়ে স্কুলের বেশ কয়েকটি ক্লাস রুম নিয়ে করে শুরু হয় শিবির। তা নিয়েই যত বিতর্ক।

Bankura: মাইক বাজিয়ে স্কুলেই চলল ‘আমাদের পাড়া আমাদের সমাধানের’ শিবির, বিতর্ক রাজনৈতিক আঙিনায়
রাজনৈতিক মহলে বিতর্ক Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Aug 22, 2025 | 7:41 PM
Share

বাঁকুড়া: পাড়ার সমস্যা সমাধান করতে আয়োজন করা হয়েছিল আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শিবির। কিন্তু সেই শিবিরই হয়ে উঠল স্কুলের পঠন-পাঠনের অন্যতম সমস্যার কারণ। এমনটাই অভিযোগ অভিভাবকদের। ঘটনা বাঁকুড়ার চাকা নির্মলানন্দ হাইস্কুলে। অভিভাবকদের অভিযোগ এখানেই ক্লাসরুম দখল করে মাইক বাজিয়ে চলছিল আমাদের পাড়া আমাদের সমাধানের শিবির। যাকে কেন্দ্র করে চলল রাজনৈতিক তরজাও।  

বাঁকুড়ার খাতড়া ব্লকের ধানাড়া গ্রাম পঞ্চায়েতের চাকা নির্মলানন্দ হাইস্কুলে এদিন স্থানীয় ১০৭, ১১৪ ও ১১২ নম্বর বুথের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শিবির আয়োজন করে স্থানীয় ব্লক প্রশাসন। স্কুলকে আগাম জানিয়ে স্কুলের বেশ কয়েকটি ক্লাস রুম নিয়ে করে শুরু হয় শিবির। শিবিরে কাতারে কাতারে এলাকার মানুষের আনাগোনা যেমন ছিল তেমনই সেখানে শিবির উপলক্ষে বাজানো হচ্ছিল মাইক ও ধামসা মাদল।

অভিভাবকরা বলছেন, কার্যত উৎসবের মেজাজে যখন এই শিবির চলছে তখন সেই স্কুলেই ক্লাসরুমে নিতান্ত বাধ্য হয়ে কোনওমতে ক্লাস করাচ্ছিলেন শিক্ষক শিক্ষিকারা। ফলে মার খায় পঠন-পাঠন। স্বাভাবিকভাবেই ক্ষোভ ছড়ায় অভিভাবকদের মধ্যে। কালীপদ সোরেন, প্রশান্ত ঘোষের মতো অভিভাবকদের দাবি এভাবে স্কুলের পঠন পাঠন ব্যহত না করে কোনও ছুটির দিনে অথবা অন্যত্র কোথাও অনায়াসেই এই শিবিরের আয়োজন করা যেত। শিবিরের জন্য স্কুলের পঠন পাঠন ব্যপকভাবে ব্যহত হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন স্কুলের শিক্ষক থেকে শুরু করে প্রধান শিক্ষকও। 

স্বাভাবিকভাবেই এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই ঘটনাকে প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতা নজির বলে দাবি করেছে বিজেপি। খাতড়া পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য শান্তি পাত্রর অভিযোগ শাসকদলের মদতে শিক্ষাকে এভাবে জলাঞ্জলি দিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির করে মানুষকে কাজ দেখানোর চেষ্টা করা হচ্ছে। বিজেপির অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি শিবিরের জন্য স্কুলের পঠন-পাঠনে কোনো বিঘ্ন ঘটেনি। খাতড়া পঞ্চায়েত সমিতির তৃনমূল সদস্য উমা পতি বলছেন, বিরোধীরা অহেতুক মিথ্যা অভিযোগ তুলে ঝামেলা পাকানোর চেষ্টা করছে।