Bankura: রাস্তায় বেরলেই আসছে তেড়ে, ২ দিনে ১৫ জনকে কামড় পাগলা কুকুরের

Hirak Mukherjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 13, 2025 | 10:09 PM

Bankura: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার দেশড়া কোয়ালপাড়া এলাকায় এক ব্যক্তির পোষা কুকুর সম্প্রতি পাগল হয়ে পড়ে। প্রথমে ওই কুকুরের কামড়ে একাধিক গবাদি পশু আহত হয়। এরপর গত দু'দিন পাগল কুকুরটির আক্রমণের লক্ষ্য হয় এলাকার মানুষজন।

Bankura: রাস্তায় বেরলেই আসছে তেড়ে, ২ দিনে ১৫ জনকে কামড় পাগলা কুকুরের
কুকুরের অত্যাচারে তটস্থ গ্রামবাসী
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বাঁকুড়া: বাঘের আতঙ্কে যখন কাঁপছে ঝাড়গ্রাম,পুরুলিয়া ও বাঁকুড়ার সীমানাবর্তী এলাকা তখন এক পাগলা কুকুরের আতঙ্কে কাঁপছে বাঁকুড়ার কোতুলপুর ব্লকের দেশড়া কোয়ালপাড়া এলাকা। ইতিমধ্যেই পাগলা সেই কুকুরের কামড়ে আহত হয়েছেন এলাকার কমপক্ষে ১৫ জন ব্যক্তি। তাঁদের সকলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে পাগলা কুকুরের আতঙ্কে দিনের বেলাতেও বাড়ির বাইরে পা রাখতে পারছেন না এলাকার মানুষ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার দেশড়া কোয়ালপাড়া এলাকায় এক ব্যক্তির পোষা কুকুর সম্প্রতি পাগল হয়ে পড়ে। প্রথমে ওই কুকুরের কামড়ে একাধিক গবাদি পশু আহত হয়। এরপর গত দু’দিন পাগল কুকুরটির আক্রমণের লক্ষ্য হয় এলাকার মানুষজন। স্থানীয়দের দাবি, গত দু’দিনে যে ব্যক্তি ওই কুকুরের সামনে পড়েছে তার শরীরেই কামড় বসিয়েছে ওই কুকুরটি। স্থানীয় সূত্রে খবর ওই কুকুরটির আক্রমণে গত ২ দিনে এলাকার কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহত হয়েছেন গ্রামের একজন ভিলেজ পুলিশও।
সকলেরই প্রাথমিক চিকিৎসা হয়েছে স্থানীয় গোগড়া গ্রামীণ হাসপাতালে। এদিকে ওই পাগল কুকুরের হাত থেকে বাঁচতে অন্ধকার নামলেই গৃহবন্দি হয়ে পড়ছেন এলাকার মানুষজন। দিনের বেলাতেও  হাতে লাঠি নিয়ে তবেই রাস্তায় নামছেন সাধারণ মানুষ। অবিলম্বে কুকুরটিকে ধরে তার চিকিৎসার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
Next Article