Bankura: এক সপ্তাহ পর ভোট, তার আগেই বাঁকুড়ায় বড় ‘জয়’ তৃণমূলের

Hirak Mukherjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 07, 2024 | 9:49 AM

Bankura: তৃণমূল সূত্রে জানানো হয়েছে, গত লোকসভা নির্বাচনের আগে বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রের পাকতোড় গ্রামের ৭০ টি আদিবাসী পরিবার ঘাসফুল শিবির ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই উপ নির্বাচনের ঠিক আগে শিবির বদলে ফের তৃণমূলে যোগ দিলেন তাঁরা।

Bankura: এক সপ্তাহ পর ভোট, তার আগেই বাঁকুড়ায় বড় জয় তৃণমূলের
তালডাংরায় বড় জয়
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বাঁকুড়া: আগামী ১৩ নভেম্বর রাজ্যের ছ’টি কেন্দ্রে উপনির্বাচন। ময়দানে ঝাঁপিয়ে পড়েছে সব রাজনৈতিক দল। তার মধ্যে রয়েছে বাঁকুড়ার তালডাংরাও। তবে নির্বাচনের আগেই কার্যত বড় জয় তৃণমূলের। আর চিন্তা বাড়ল গেরুয়া শিবিরে। কারণ,গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিল ৭০টি পরিবার। ঘটনা বাঁকুড়ার তালডাংরা বিধানসভার পাকতোড় গ্রামের।

তৃণমূল সূত্রে জানানো হয়েছে, গত লোকসভা নির্বাচনের আগে বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রের পাকতোড় গ্রামের ৭০ টি আদিবাসী পরিবার ঘাসফুল শিবির ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই উপ নির্বাচনের ঠিক আগে শিবির বদলে ফের তৃণমূলে যোগ দিলেন তাঁরা। গতকাল রাতে পাকতোড় গ্রামে একটি সভায় দলে ফিরে আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বাঁকুড়ার সাংসদ অরুপ চক্রবর্তী। নির্বাচনের ঠিক আগে এভাবে শিবির বদল করে ৭০ টি আদিবাসী পরিবার তৃণমূলে আসায় তৃণমূল শক্তিশালী হল বলে দাবি ঘাসফুল নেতৃত্বের।

প্রসঙ্গত,উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর হাড়োয়া, নৈহাটি, মাদারিহাট, সিতাই, মেদিনীপুর এবং তালডাংরায় উপনির্বাচন হবে। গত একুশের ভোটে এই ছ’টি আসনের মধ্যে পাঁচটি কেন্দ্রে জিতেছিল তৃণমূল। রাজনীতির কারবারিরা বলছেন, আরজি কর কাণ্ডের আবহে সব দল তাদের শক্তি পরখ করতে চাইবে এই উপনির্বাচনে। উপনির্বাচনে কারা বাজিমাত করবে, তা জানা যাবে ২৩ নভেম্বর।

Next Article