Bankura: নাম জিজ্ঞাসা করা নিয়ে সূত্রপাত, সিভিকের ‘দাদাগিরি’তে হল এই অবস্থা

Hirak Mukherjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 13, 2023 | 10:47 AM

Bankura: বুধবার রাতে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার জয়কৃষ্ণপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন স্থানীয় বাসিন্দা শিবু বাগদী। অভিযোগ, সুব্রত নন্দী তাঁর পরিচয় জিজ্ঞাসা করার নামে দুর্ব্যবহার করলে দুজনের মধ্যে হালকা বচসা হয়।

Bankura: নাম জিজ্ঞাসা করা নিয়ে সূত্রপাত, সিভিকের দাদাগিরিতে হল এই অবস্থা
আহত ব্যক্তি
Image Credit source: TV9 Bangla

Follow Us

বাঁকুড়া: নাম জিজ্ঞাসা নিয়ে ঝামেলা। তা নিয়ে এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক সিভিক কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার জয়কৃষ্ণপুর এলাকায়। সামান্য বচসার জেরে এক ব্যক্তিকে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে ওই এলাকারই এক সিভিক কর্মীর বিরুদ্ধে। ঘটনায় গুরুত আহত ব্যক্তি আপাতত চিকিৎসাধীন বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। অভিযুক্ত সিভিক কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে আহত ব্যক্তির পরিবারের তরফে। অভিযোগ, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার জয়কৃষ্ণপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন স্থানীয় বাসিন্দা শিবু বাগদী। অভিযোগ, সুব্রত নন্দী তাঁর পরিচয় জিজ্ঞাসা করার নামে দুর্ব্যবহার করলে দুজনের মধ্যে হালকা বচসা হয়। অভিযোগ সেই সময় শিবু বাগদীকে বেধড়ক মারধর করে সিভিক কর্মী সুব্রত নন্দী । রাধানগর পুলিশ ফাঁড়ি আর বিষ্ণুপুর থানার দারস্থ হন আহত শিবু বাগদী। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার আহত শিবু বাগদীকে ভর্তি করা হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। তাঁর মাথায় ও মুখে চোট রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। অভিযুক্ত সিভিক-সহ এই মারধরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন অভিযোগকারী শিবুর পরিবারের সদস্যরা।

অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্ত সিভিক কর্মীর যদি এই ঘটনায় যোগ থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাঁকুড়ার পুলিশ সুপার।

Next Article