Bankura Accident: বৃষ্টির দিনে সাইকেল নিয়ে পড়তে যাচ্ছিল, বাসের চাকায় পিষ্ট স্কুল ছাত্র

Hirak Mukherjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 05, 2023 | 12:07 PM

Bankura Accident: প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দেব সাইকেল নিয়ে রাস্তার এক পাশ দিয়েই যাচ্ছিল। বাসের গতিবেগ স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ছিল। একে একটানা বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল ছিল। বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

Bankura Accident: বৃষ্টির দিনে সাইকেল নিয়ে পড়তে যাচ্ছিল, বাসের চাকায় পিষ্ট স্কুল ছাত্র
মৃত ছাত্রের পরিবারের সদস্যরা
Image Credit source: TV9 Bangla

Follow Us

বাঁকুড়া: ফের পথ দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল বাঁকুড়ার কোতুলপুরে। বৃহস্পতিবার সকালে প্রবল বৃষ্টি মাথায় ওই স্কুল ছাত্র টিউশান পড়তে যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম দেব দে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার সকালেও তেঁতুলিমুড়ি গ্রাম থেকে সাইকেলে মীর্জাপুরে টিউশানি যাচ্ছিল মদনমোহনপুর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র দেব দে। সাইকেল কোতুলপুর বিষ্ণুপুর রাজ্য সড়কে উঠতেই একটি স্কুল বাস তাকে ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দেব সাইকেল নিয়ে রাস্তার এক পাশ দিয়েই যাচ্ছিল। বাসের গতিবেগ স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ছিল। একে একটানা বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল ছিল। বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাস গিয়ে ধাক্কা মারে সাইকেলের পিছনে। সাইকেল থেকে ছিটকে পড়ে ওই পড়ুয়া।

স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে আহত পড়ুয়াকে উদ্ধার করে গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকে পলাতক বাসচালক। পুলিশ রাস্তার বিভিন্ন মোড়ে থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ঘাতক বাসটিকে চিহ্নিত করার কাজ শুরু করেছে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “রাস্তাঘাটের অবস্থা এমনিতেই খুব খারাপ। বাচ্চাটা সাইকেল চালিয়ে আস্তে আস্তেই যাচ্ছিল। বাসের চালক অত্যন্ত জোরে আসছিল। বাস নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলে ধাক্কা মারে। ছিটকে গিয়ে পড়ে ছেলেটা। ভীষণ রক্ত বেরোচ্ছিল।”

Next Article